আর্জেন্তিনা: ২ (লাউতারো মার্তিনেজ) পেরু: ০
কানাডা: ০ চিলে: ০
খবর অনলাইন ডেস্ক: মেসি ছাড়াই ম্যাচ জিতল আর্জেন্তিনা। এবারের কোপা আমেরিকার গ্রুপ ‘এ’-তে চূড়ান্ত ২টি ম্যাচের একটিতে আর্জেন্তিনা ২-০ গোলে হারাল পেরুকে। ২টি গোলই দিয়েছেন লাউতারো মার্তিনেজ। কানাডা বনাম চিলে ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
বিদায় নিল চিলে, পেরু
গ্রুপ লিগের পর পর ২টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আগেই চলে গিয়েছিল আর্জেন্তিনা। শেষ ম্যাচেও জিতে ৩টি ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়ে তারাই শীর্ষে থাকল। ৩টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে কানাডা দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেল। আর ২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানাধিকারী চিলে এবং ১ পয়েন্ট সংগ্রহ করে শেষ স্থানাধিকারী পেরু এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিল।
আর্জেন্তিনার ২টি গোলই দ্বিতীয়ার্ধে
রবিবার সকালে (ভারতীয় সময়) ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্স-এ হার্ড রক স্টেডিয়ামে আয়োজিত আর্জেন্তিনা-পেরু ম্যাচে লিওনেল মেসি বিশ্রাম নেন। গত মঙ্গলবার চিলের বিরুদ্ধে খেলার সময় ডান পায়ে আঘাত পান মেসি। সে কারণেই মেসি এদিন বিশ্রাম নেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় আর্জেন্তিনা। প্রথম মিনিটেই কর্নার পায় তারা। কিন্তু তা কাজে লাগানো যায়নি। আবার ১২ মিনিটে কর্নার। ডি মারিয়ার বাঁক নেওয়া শটে ওতামেন্দি যদি মাথা ছোঁয়াতে পারতেন তা হলে আর্জেন্তিনা গোল পেতে পারত। ২২ মিনিটে ডি মারিয়া পাস বাড়ান লাউতারো মার্তিনেজকে। মার্তিনেজ গোলে শট নেওয়ার আগেই অফসাইড ঘোষণা করা হয়। ৪ মিনিটে পরে পেরুর গোল লক্ষ্য করে দুর্দান্ত শট নেন পারেদেস। পেরুর গোলকিপার গালেসে ততোধিক দুর্দান্ত ভাবে গোল বাঁচিয়ে দেন। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়।
কানাডা বনাম চিলে ম্যাচের একটি মুহূর্ত। ছবি CONMEBOL Copa America TN ‘X’ handle থেকে নেওয়া।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবার চাপ সৃষ্টি করে আর্জেন্তিনা। এবং ২ মিনিটের মধ্যেই গোল করে আর্জেন্তিনা। পেরুর রক্ষণভাগের বিরাট ফাঁকের সুযোগ নিয়ে ডি মারিয়া পাস বাড়িয়ে দেন লাউতারো মার্তিনেজকে। মার্তিনেজ পেরুর জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি।
ম্যাচের ৭০ মিনিটে পেরুর এক ডিফেন্ডার নিজেদের বক্সে হ্যান্ডবল করলে আর্জেন্তিনা পেনাল্টি পায়। কিন্তু পারেদেস পেনাল্টি মিস করেন। শেষ পর্যন্ত ম্যাচের ৮৭ মিনিটে চূড়ান্তটি গোলটি পায় আর্জেন্তিনা। এবার মার্তিনেজ ঠান্ডা মাথায় পেরুর কোর্জোকে কাটিয়ে গোলকিপার গালেসের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন গোলে। ২-০ গোলে ম্যাচ জিতে যায় আর্জেন্তিনা।
চিলে খেলল ১০ জনে
ফ্লোরিডার অরল্যান্ডোয় ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কানাডা এবং চিলে দুটি দেশই দফায় দফায় গোল করার সুযোগ পায়। কিন্তু কেউই গোল করতে পারেনি। এই ম্যাচে জেতার প্রয়োজন ছিল চিলের। কারণ এই ম্যাচ জিতলে চিলে চলে যেত কোয়ার্টার ফাইনালে। সেই চিলে নিজেদের বিপদ ডেকে আনল ম্যাচের ২৭ মিনিটে। কানাডার রিচি লারিয়াকে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন গাব্রিয়েল সুয়াজো। ম্যাচের বাকি সময়টা ১০ জনে খেলল চিলে। শেষ পর্যন্ত গোলের মুখ দেখল না কোনো দলই। কোপা আমেরিকা থেকে ছিটকে গেল চিলে।
আরও পড়ুন
কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয় ম্যাচে জয় পেল ব্রাজিল, প্যারাগুয়েকে হারাল ৪-১ গোলে
ইউরো কাপ ২০২৪: ডেনমার্কের বিদায়, ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জার্মানি