atk vs northeast united
নর্থইস্টের গোলের পর। ছবি সৌজন্যে আইএসএল।

নর্থইস্ট ইউনাইটেড ১ (বোরজেস)    এটিকে ০

কলকাতা: আইএসএল-এর পঞ্চম মরশুমটা এটিকে-র পক্ষে শুভ হচ্ছে না। তাদের দুর্দশা অব্যাহত। গত মরশুমে নবম স্থানে থাকার পর দলের আগাপাশতলা পরিবর্তন হয়েছে। তবুও কাঙ্ক্ষিত ফল মিলছে না। পর পর দু’ ম্যাচে হার। বৃহস্পতিবার ঘরের মাঠে তারা হারল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষ মুহূর্তে নর্থইস্টের হয়ে গোল করেন রাওলিন বোরজেস।

লিগের প্রথম ম্যাচে কলকাতা ২-০ গোলে হারে কেরল ব্লাস্টার্সের কাছে। ফলে এ দিন চাপে থাকা কলকাতার একটা জয় খুবই দরকার ছিল। ও দিকে তাদের প্রথম ম্যাচে শক্তিশালী এফ সি গোয়ার সঙ্গে ২-২ ড্র করে নর্থইস্টের মনোবল ছিল তুঙ্গে।

গোটা ম্যাচটা সমানে সমানে টক্কর হয়েছে। দু’ পক্ষই আক্রমণাত্মক খেলেছে। কিন্তু ম্যাচের ৩৩ মিনিটের মাথায় এটিকে ১০ জনের হয়ে যায়। দ্বিতীয় বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেনা রালতে। বিপক্ষ ১০ জন হয়ে যাওয়া সত্ত্বেও নর্থইস্ট বিশেষ সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত একেবারে ৯০ মিনিটে বোরজেসের হেড অরিন্দমকে কাটিয়ে জালে জড়িয়ে যায়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন