এটিকে মোহনবাগান ১ (রয় কৃষ্ণ)
চেন্নাইয়িন এফসি ০
ফাতোরদা (গোয়া): রয় কৃষ্ণের গোলে এ বারের হিরো আইএসএল-এ তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান (এটিকেএমবি)। দু’ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসিকে হারাল তারা। এটিকেএমবি-র এর আগে হায়দরাবাদ এফসি এবং জামশেদপুর এফসি সেমিফাইনালে পৌঁছে গেছে।
কেরল না মুম্বই
চতুর্থ দল হিসাবে সেমিফাইনালে যাওয়ার লড়াই এখন কেরল ব্লাস্টার্স আর মুম্বই সিটি এফসি-র মধ্যে। শনিবার মুম্বইয়ের লড়াই অপেক্ষাকৃত শক্তিশালী দল হায়দরাবাদের বিরুদ্ধে এবং রবিবার কেরলের লড়াই ন’ নম্বরে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে।
শনিবার যদি মুম্বই হেরে যায় তা হলে গোয়ার বিরুদ্ধে খেলার আগেই কেরল সেমিফাইনালে পৌঁছে যাবে। আর মুম্বই ও কেরল, দুই দলই যদি জেতে তা হলেও কেরল সেমিফাইনালে যাবে। আর মুম্বই যদি জেতে আর কেরল যদি হারে তা হলে তখন গোলের হিসাবে চূড়ান্ত হবে কোন দল সেমিতে যাবে।
লিগশীর্ষে উঠতে গেলে কী করতে হবে এটিকে মোহনবাগানকে
বৃহস্পতিবার ফাতোরদার পি জে এন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে গত বারের রানার্স এটিকে মোহনবাগান ১-০ গোলে চেন্নাইয়িন এফসিকে হারায়। দীর্ঘদিন পরে পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলকে কাঙ্খিত জায়গায় পৌঁছে দিলেন রয় কৃষ্ণ। তাঁরই গোলে এ বারের হিরো আইএসএলে সেমিফাইনালে জায়গা পাকা করে নিল এটিকে মোহনবাগান।
এ দিনের ম্যাচ জিতে ১৯ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান। কিন্তু লিগ টেবিলের শীর্ষে উঠতে গেলে আরও পরীক্ষা বাকি এটিকে মোহনবাগানের। লিগ শিল্ড জিতে আগামী মরশুমের এএফসি এশিয়ান কাপে নামার যোগ্যতা অর্জন করতে হয় কলকাতার দলকে তা হলে শেষ ম্যাচে জিততেই হবে।
এটিকে মোহনবাগানের শেষ ম্যাচ আপাতত লিগ টেবিলের শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচ হবে সোমবার। তার আগে শুক্রবার জামশেদপুর খেলবে ওডিশা এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচে ইস্পাতনগরীর দল জিতলে শেষ ম্যাচে এটিকে মোহনবাগানকে লিগ শিল্ড জেতার জন্য অন্তত দু’ গোলে জিততেই হবে।
রয় কৃষ্ণের গোল
বৃহস্পতিবার ফাতোরদার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এটিকে মোহনবাগান। ম্যাচের ২ মিনিটের মাথায় ইয়োনি কাউকোর পাস থেকে রয় কৃষ্ণ গোল লক্ষ্য করে যে শট নেন তা পোস্টে লাগে।
২০ মিনিটের মাথায় চেন্নাইয়ের জার্মানপ্রীত সিংয়ের পা থেকে বল ছিনিয়ে নিয়ে গোলে শট নেন কাউকো। কিন্তু তা অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। এর মাঝে চেন্নাইও সুযোগ তৈরির চেষ্টা করেছিল, কিন্তু সে সব অত ধারালো ছিল না।
শেষ পর্যন্ত প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডান দিক দিয়ে চেন্নাইয়ের বক্সে ঢুকে গোল পেয়ে যান রয় কৃষ্ণ। তাঁকে পিছন থেকে অসাধারণ ও নিখুঁত থ্রু বাড়ান কাউকো। বক্সে ঢুকে গোলে কোণাকুনি শট নেন ফিজিয়ান ফরোয়ার্ড, যা আটকাতে পারেননি প্রথম হিরো আইএসএল ম্যাচে নামা বাঙালি গোলকিপার শমীক মিত্র। এই মরশুমে পাঁচ নম্বর গোলটি করে ফেললেন রয়।
দ্বিতীয়ার্ধে একাধিক বার সমতা আনার সুযোগ পেয়েও এটিকে মোহনবাগানের সন্দেশ ঝিঙ্গন, তিরিদের তৎপরতায় তা কাজে লাগাতে পারেননি চেন্নাই। ২০ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে থেকে এ বারের মতো আইএসএল অভিযান শেষ করল দু’ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। এ দিন এটিকে মোহনবাগানের তিরি ‘হিরো অব দ্য ম্যাচ’ হন।
আরও পড়তে পারেন
পশ্চিমবঙ্গে অনেকটাই কমে গেল সংক্রমণের হার, কলকাতায় আক্রান্ত মাত্র ২০
‘নামেই যোগী, আসলে ভোগী’, বারাণসীতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
ইউক্রেন থেকে শেষ ভারতীয় নাগরিককে না সরানো পর্যন্ত দেশে ফিরবেন না কেন্দ্রীয় আইনমন্ত্রী
বাড়বে শুকনো গরম, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই
সাড়ে ৬ হাজারে নেমে এল করোনার সংক্রমণ, মৃত্যুও দেড়শোর নীচে