হায়দরাবাদ এফসি ৩ (বার্থোলোমিউ ওগবেচে, মহম্মদ ইয়াসির, খাবিয়ের সিবেরিও) এটিকে মোহনবাগান ১ (রয় কৃষ্ণ)
ব্যাম্বোলিম (গোয়া): হিরো আইএসএল-এর ফাইনালে যাওয়ার পথে এক পা বাড়িয়ে রাখল হায়দরাবাদ এফসি। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে প্রথম গোল করেও এটিকে মোহনবাগান পর্যুদস্ত হল হায়দরাবাদ এফসির কাছে।
শনিবার ব্যাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এটিকে মোহনবাগানকে ৩-১ গোলে হারাল হায়দরাবাদ এফসি। মোহনবাগানের ফাইনালে যাওয়ার আশা অনেকটাই তিরোহিত বলা যায়। ফাইনালে যেতে হলে দ্বিতীয় লেগে তাদের অন্তত ৩ গোলের ব্যবধানে জিততেই হবে, যা অন্তত হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে বেশ কঠিন।
প্রথমার্ধে ১-১
অথচ এ দিন প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগানই। ম্যাচের ১৮ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করেন রয় কৃষ্ণ। বাঁ দিকের উইং দিয়ে উঠে ক্রস বাড়ান লিস্টন কোলাসো। সেই ক্রসে পা লাগিয়ে হায়দরাবাদের জালে বল জড়িয়ে দেন রয় কৃষ্ণ। এই নিয়ে এই মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে রয় কৃষ্ণের ২০টা গোল হল।
প্রথমার্ধের একেবারে শেষে এক মুহূর্তে হায়দরাবাদের বার্থোলোমিউ ওগবেচে সমতা ফেরান। এই নিয়ে লিগে তাঁর ১৮ নম্বর গোলটি হল।
অবশেষে হায়দরাবাদের পক্ষে ৩-১
এর পর দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মূর্তি ধারণ করে হায়দরাবাদ। প্রথমার্ধে যথেষ্ট গোছানো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এক জোড়া খেলোয়াড় পরিবর্তনের পরেই এটিকে মোহনবাগান বেশ আগোছালো হয়ে যায় এবং সেই সুযোগ কাজে লাগায় হায়দরাবাদ।
মাত্র ছ’মিনিটের ব্যবধানে পর পর দু’টি গোল করে হায়দরাবাদ। দলকে জয় এনে দেন ইয়াসির মহম্মদ ও খাবিয়ের সিবেরিও। মোহনবাগানের বক্সের বাইরে যখন সিবেরিওকে বল দেন ওগবেচে, তখন তাঁকে আটকাতে দু’ দিক থেকে দৌড়ে এসে মাঠে লুটিয়ে পড়েন সন্দেশ ও কাউকো। সিবেরিওর পা থেকে ছিটকে বল ছিটকে আসে ইয়াসির মহম্মদের কাছে। সেই বলে শট নিয়ে গোল করতে কোনো ভুলচুক করেননি ইয়াসির।
এই গোলের পরে ফেরান্দো দলে তৃতীয় পরিবর্তন করেন। চোটের জন্য তিরিকেও তুলে নিতে বাধ্য হন তিনি। পরিবর্তে নামান বুমৌসকে। কিন্তু তিরি বেরিয়ে যাওয়ায় সবুজ-মেরুন রক্ষণও দুর্বল হয়ে পড়ে আর তার ফলও ভোগ করে তারা।
৬৪ মিনিটের মাথায় ইয়াসিরের কর্নারে হেড করে গোল করেন সিবেরিও। প্রীতম কোটাল তাঁকে পাহাড়ায় রাখলেও হেডের সময় তাঁকে আটকাতে পারেননি।
বুধবার ১৬ মার্চ এই সেমিফাইনালের দ্বিতীয় লেগ। নির্ধারিত সময়ের মধ্যে মোহনবাগান যদি কোনো গোল না খেয়ে দু’টি গোল করতে পারে, তা হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারে।
আরও পড়তে পারেন
বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন ১২ এপ্রিল
সারা দেশে কংগ্রেসের ৭০০ জন বিধায়ক, দিদির কাছে কি আছে? প্রশ্ন অধীররঞ্জন চৌধুরীর
কায়দায় জয়! নন্দীগ্রামে শুভেন্দুর ফল নিয়ে বিস্ফোরক রাজীব-জয়প্রকাশ
হিমাচলে মধুচন্দ্রিমায় গিয়ে নববধূর রহস্যমৃত্যু, জিজ্ঞাসাবাদ স্বামী, গাড়িচালককে
একের পর এক নিষেধাজ্ঞায় বিধ্বস্ত অর্থনীতি, এ বার বিনিয়োগ চেয়ে ভারতের মুখাপেক্ষী রাশিয়া