atk

এটিকে – ০                                  গোয়া – ০ 

ওয়েবডেস্ক: ঘরের মাঠে আইএসএলে গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করল এটিকে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোল করতে অবশ্য ব্যর্থ দু’দলই।

ঘরের মাঠে অবশ্য শুরুটা ভালোই করে এটিকে। প্রতি-আক্রমণে বিপক্ষ বক্সে চাপ রাখার চেষ্টা চালায় গোয়াও। তবে সারা ম্যাচ বল পজেশনে এগিয়ে কিন্তু গোয়াই। গত ম্যাচের মতো এই ম্যাচেও এটিকে স্ট্রাইকারদের ব্যর্থতা লক্ষ্য করা গেল। যার অর্থ গোল করতে না পারা।

এদিন এটিকে জার্সিতে মরশুমের প্রথম ম্যাচ খেললেন হিতেশ শর্মা। বিরতির আগে জোড়া সুযোগ পেয়েছিলেন এভার্টন স্যাঞ্চেজ। তবে তা থেকে বিপদ হয়নি। ফলে ঘরের মাঠে বিরতিতে গোলশূন্যই শেষ করে হোম টিম।

দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটাই পজিটিভ গোয়া। এই অর্ধে প্রতি-আক্রমণে বেশ চাপ বাড়ান কোরো, বেদিয়া, মনভির সিংরা। পেনাল্টিও পেতে পারত তারা। তবে তা-তে কোনো কর্ণপাত করেননি রেফারি।

ফলে অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলো গোয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here