ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের শুরুতেই ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস। শেষ ষোলোর ম্যাচে, প্রথম লেগে আতলেতিকোর বিরুদ্ধে দু’গোলে হারল তারা। ফলে দ্বিতীয় লেগের ম্যাচটি ঘরের মাঠে যে ডু ওর ডাই হয়ে গেল জুভের কাছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
সারা ম্যাচে হোম টিমের চেয়ে পজেশনেল ফুটবলে কিন্তু এগিয়েছিলন রোনাল্ডোরাই। সুযোগ দু’দলই পেয়েছিল। সুযোগ পেয়েছিলেন সি আর সেভেন কিন্তু তাঁর শট বিপদমুক্ত করেন আতলেতিকো গোলকিপার ওবলাক। অন্যদিকে জুভে কিপার সেজনি ও দলের হয়ে বিপদরোধ করেন। ফলে বিরতিতে গোলশূন্যই শেষ করে দু’দল।
তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই চাপ বাড়ায় আতলেতিকো। এই অর্ধে আতলেতিকোর মোরাতার গোল ভি এ আর প্রযুক্তির সাহায্যে বাতিল করেন রেফারি। যার কারণ গোলের আগে বিপক্ষ ডিফেন্ডারকে ফাউলের জন্য। তবে পাঁচ মিনিটের একটি স্পেলেই ম্যাচ কিন্তু নিজেদের পকেটে পুরে নেয় স্পেনের দলটি। প্রথম গোল জোসে গিমিনেজ এবং দ্বিতীয়টি বর্ষীয়ান ডিফেন্ডার দিয়েগো গোদিনের।
অন্য ম্যাচে বাইরের মাঠে শালকেকে ৩-২ ব্যবধানে হারায় ম্যান সিটি।