Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: গোলের মেলায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে অস্ট্রিয়া শেষ ১৬-য়

ইউরো কাপ ২০২৪: গোলের মেলায় নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে অস্ট্রিয়া শেষ ১৬-য়

প্রকাশিত

অস্ট্রিয়া: ৩ (ডোনিয়েল মালেন আত্মঘাতী, রোমানো শ্মিড, মার্সেল সাবিৎজার) নেদারল্যান্ডস: ২ (কোডি গাকপো, মেমফিস ডিপে)  

খবর অনলাইন ডেস্ক: ইউরো কাপের গ্রুপ ‘ডি’-র খেলায় গোলের প্রদর্শনী। এমন আক্রমণাত্মক উত্তেজক ফুটবলে শেষ হাসি হাসল অস্ট্রিয়া। মঙ্গলবার বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওনে আয়োজিত ম্যাচে তারা নেদারল্যান্ডসকে হারাল ৩-২ গোলে।

প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে দু’ পক্ষ আরও ৪টি গোল করে। সেই অর্ধের শুরুতেই সমতা ফেরায় ডাচেরা। কিছুক্ষণ পরে আবার গোল করে এগিয়ে যায় অস্ট্রিয়া। আবার গোল শোধ করে দেয় ডাচেরা। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি করে অস্ট্রিয়া।

তৃতীয় দল হিসাবে নেদারল্যান্ডসও শেষ ১৬-য়

গ্রুপ ‘ডি’-এ শীর্ষে থেকে শেষ ১৬-য় চলে গেল অস্ট্রিয়া। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। একই সময়ে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’-র অন্য খেলায় পোল্যান্ডের সঙ্গে ড্র করে ফ্রান্সও চলে গেল শেষ ১৬-য়। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। তৃতীয় স্থানে নেদারল্যন্ডস। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তারাও শেষ ১৬-য় জায়গা করে নিয়েছে। কারণ ৬টি তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে ৪টির জায়গা হবে শেষ ১৬-য়। গ্রুপ ‘এ’-তে তৃতীয় স্থানাধিকারী হাঙ্গেরির পয়েন্ট ৩ এবং গ্রুপ ‘বি’-তে তৃতীয় স্থানাধিকারী ক্রোয়েশিয়ার পয়েন্ট ২। সুতরাং এখনই পয়েন্টের হিসাবে হাঙ্গেরি ও ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসও চলে গেল শেষ ১৬-য়।

আত্মঘাতী গোলে প্রথমার্ধে এগিয়ে অস্ট্রিয়া   

শুরু থেকেই ম্যাচে দখলদারি কায়েম করার চেষ্টা চালিয়ে যেতে থাকে অস্ট্রিয়া। দলবদ্ধ ভাবে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তারা। এবং তার ফলও পেয়ে যায় ৬ মিনিটেই। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে নেদারল্যান্ডস। বাঁদিক থেকে আক্রমণ চালিয়েছিল অস্ট্রিয়া। প্রাস মাঝমাঠ থেকে অনেকটা উঠে এসে পাস বাড়ান ভিমারকে। ভিমার বক্সের মাঝখান থেকে নিচু ক্রস বাড়ান নেদারল্যান্ডসের গোলের উদ্দেশে। সেই সম্ভাব্য গোল আটকাতে গিয়ে ডাচ ডিফেন্ডার ডোনিয়েল মালেন নিজেদের গোলেই বল ঢুকিয়ে দেন।

অস্ট্রিয়া তাদের গোলের ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করে এবং নেদারল্যান্ডস দৃশ্যতই ব্যাকফুটে চলে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই তারা জড়তা কাটিয়ে আক্রমণে উঠে আসে। ডিপের আলতো টোকায় বল পান কোডি গাকপো। গাকপো বল দিয়ে দেন মালেনকে। মালেনের শট বাঁচানোর জন্য গোল ছেড়ে এগিয়ে এসেছিলেন অস্ট্রিয়ার গোলকিপার পেনৎস। কিন্তু মালেনের শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধে ৪ গোল

দ্বিতীয়ার্ধের শুরতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ডাচেরা। এবং ৪৭ মিনিটেই ম্যাচে সমতা ফেরায় তারা। দুর্দান্ত প্রতি-আক্রমণে উঠে এসে বাঁদিক থেকে ডান পায়ে যে শট নেন কোডি গাকপো, তা অস্ট্রিয়ার গোলকিপারকে পরাস্ত করে পোস্টের ডান দিকের কোণ ঘেঁষে ঢুকে যায়।

ইতিমধ্যে আবার আক্রমণ শানায় অস্ট্রিয়া এবং তার ফল পেয়ে যায় ৫৯ মিনিটে। বল পেয়ে যান আর্নাউতোভিচ। তিনি পাস বাড়ান গ্রিলিৎশকে। গ্রিলিৎশের ক্রস পেয়ে যান রোমানো শ্মিড। তিনি গোল করে এগিয়ে দেন অস্ট্রিয়া।  

ডাচেরা আক্রমণ চালিয়ে যেতে থাকে। এবং ৭৫ মিনিটে আবার গোল করে সমতা ফেরায় তারা। অস্ট্রিয়ার বক্সে বুক দিয়ে বল নামিয়ে আলতো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে ডাচবাহিনী। ‘ভার’ পরীক্ষায় দেখা যায় গোলটি যথাযথ।

এবার অস্ট্রিয়ার পালা। ৫ মিনিট পরেই তাদের জয়সূচক গোলটি আসে মার্সেল সাবিৎজারের পা থেকে। ডর্টমুন্ডের মিডফিল্ডার বোরুসিয়ার পাস পেয়ে দুরূহ কোণ থেকে গোল করেন তিনি। এর ৪ মিনিট পরেই দারুণ আক্রমণ থেকে নেদারল্যান্ডসের গোলে বল ঢুকিয়ে দিয়েছিলেন বাউমগার্টনার। তবে রেফারি সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন।

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: ইউরোয় এমবাপ্পের প্রথম গোল, পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে শেষ ১৬-য় ফ্রান্স   

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

কুলপিতে তৃণমূল কর্মীদের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ, শুরু রাজনৈতিক চাপানউতোর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: কুলপিতে দুই তৃণমূল কর্মীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।...

গুজরাতে ইন্ডিয়ান অয়েল তেল সংশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ভডোদরা: সোমবার বিকেলে গুজরাতের ভডোদরায় আইওসিএল-এর (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড) রিফাইনারির কয়ালি এলাকায় এক...

বাংলাদেশে ট্রাম্প-সমর্থকদের গ্রেফতারের খবর নিয়ে শোরগোল, ভুয়ো বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর

সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে জোর শোরগোল বাংলাদেশে।...

উপনির্বাচনের প্রচারে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য, সুকান্ত মজুমদারকে নোটিস কমিশনের

কলকাতা: তালড্যাংড়া উপনির্বাচনের প্রচারে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহারের প্রসঙ্গে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তুলল  

কলকাতা: অবশেষে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল এফসি। এ বারের আইএসএল-এ সপ্তম ম্যাচে তারা পেল...

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ খুব করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ...

লেবাননের নেজমেহকে ৩-২ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল  

থিম্পু (ভুটান): এগারো বছর পর এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার গ্রুপ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে