playerfnl

ওয়েবডেস্ক: বিশ্ব ফুটবলে এমন অনেক তারকা ফুটবলার রয়েছেন যাঁরা খেলার বাইরেও যথেষ্ট চর্চিত। বা বলা যেতেই পারে বিতর্কিত। সেই তালিকা যদি কখনও প্রকাশিত হয় তাহলে বেশ উপরের দিকেই নিজের জায়গা করে নেবেন ইতালির তারকা স্ট্রাইকার মারিও বাল্লোতেলি। বিশ্বের যে ক’টা ক্লাবে তিনি খেলছেন প্রায় সব জায়গাতেই কোনো না কোনো বিতর্কের মধ্যে জড়িয়েছেন। এই মুহূর্তে ফ্রান্সের নিসে পেশাদারি ফুটবলে ব্যস্ত তিনি। আর খবরের পাতায় যখন মারিও আসেন, তখন সেই চিত্র না দেখলেই নয়।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি প্র্যাকটিস ভিডিও পোস্ট করেছেন তিনি। আপনারা হয়তো ভাবছেন এ আবার নতুন কী? কিন্তু এখানেই রয়েছে মজা। এমন এক কাণ্ড করলেন যা রীতিমতো ভাইরাল। ট্রিক বা চালাকি করে গোলপোস্টের পিছন দিয়ে গোলে বল ঢোকালেন তিনি। যা দেখলে বিশ্বাস না হওয়ারই যোগ্য। কিন্তু এমনটাই করলেন।

শুধু এখানেই থেমে থাকেননি সুপার মারিও। গোল করে ব্রাজিলের তারকা খেলোয়াড় মার্সেলোকে চ্যালেঞ্জ জানিয়ে লিখলেন, “মার্সেলো ভাই, দেখি তুমি এটা করতে পারো কি না”।

আরও পড়ুন: মেসিকে আমাদের দিয়ে দাও তাহলেই ক্ষমা : রোমা প্রেসিডেন্ট

তবে শুধু মার্সেলো নয়, একইসঙ্গে নেইমার, এমবাপে, পোগবা ও ইব্রাহিমোভিচকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মারিও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here