messi-barca

ওয়েবডেস্ক: শনিবার লা লিগার ম্যাচে ফের পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে আতলেতিক বিলবায়ের সঙ্গে ড্র। গত সপ্তাহেই অ্যাওয়ে ম্যাচে লেগানেসের কাছে হেরেছিল বার্সা। ফের পয়েন্ট নষ্ট। স্বাভাবিকভাবেই এমন ফলাফলে হতাশ দলের তারকা খেলোয়াড় লিও মেসি। শনিবারের ম্যাচের পর তাঁকে কিন্তু অনেকটাই বিরক্ত দেখা গেল।

এই ম্যাচে প্রথম এগারোর দলে ছিলেন না তিনি। বিরতিতে যাওয়ার মিনিট চারেক আগে গোল হজম করে বার্সা। যার ফলে দ্বিতীয়ার্ধে তাঁকে পরিবর্ত হিসাবে নামালে তাঁরই দেওয়া বলে বার্সার হয়ে গোল মুনিরের।

ম্যাচ শেষে মেসি জানান, “চিন্তা? না। মরশুম অনেক বড়ো। আমাদের কিছুটা রাগ হয়েছে শেষ দুটি পারফরমেন্সের পর। আমরা খুবই শক্তিশালী দল। একজনের ওপর নির্ভরশীল নই আমরা। এটা বার্সেলোনা, আমাদের অনেক খেলোয়াড় আছে। শুধু একজনের ওপর ভরসার জন্য নয়। এই ফলাফল কিছুটা বেদনাদায়ক। তবে আমাদের শান্ত থাকতে হবে। এটা মনে রাখতে হবে মরশুমটা অনেকটা বড়ো”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন