ওয়েবডেস্ক: চলতি মরশুমে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা নিজেদের ছন্দে থাকলেও, আগামী মরশুমে দল কেমন তৈরি হবে তার জন্য পরিকল্পনাও চলছে জোরকদমে। প্রায় সব বিভাগকেই শক্তিশালী করছে কাতালান জায়েন্টরা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আপফ্রন্ট বা স্ট্রাইকিং।
এই মুহূর্তে কেরিয়ারের গোধূলি লগ্নে বার্সেলোনার উরুগুয়ান তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাঁর পরিবর্ত হিসাবে বেশ কয়েজকনকে টার্গেট করেছে বার্সা ম্যানেজমেন্ট। তালিকায় আছেন তরুণ ইংলিশ স্ট্রাইকার এবং ম্যানচেষ্টার ইউনাইটেডের ফুটবলার মারকস র্যাশফর্ড।
আরও পড়ুন: ইপিএলে সাপলুডোর খেলায় সিটিকে সরিয়ে ফের একবার লিগ শীর্ষে লিভারপুল
ম্যানইউ-র সঙ্গে এখনও কোনো নতুন চুক্তি করেননি র্যাশফর্ড। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, র্যাশফর্ডকে দলে পেতে আশাবাদী বার্সেলোনা। প্রায় ১০ কোটি পাউন্ডও খরচ করতে রাজি মেসির দল।

অন্যদিকে তাদের নিজেদের একাডেমির ফুটবলারকে যে কোনো ভাবে দলে রাখতে বদ্ধপরিকর ম্যানইউ। র্যাশফর্ডকে ইতিমধ্যেই নতুন চুক্তিও পাঠিয়েছে তারা। তবে সেই নিয়ে এখনও পর্যন্ত দু’পক্ষের মধ্যে কোনো আলোচনা শুরু হয়নি।