barcelonalogofinal

ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম চর্চিত খেলোয়াড় ছিলেন উইঙ্গার উইলিয়ান। চেলসির এই তারকা জাতীয় দলের যেমন নির্ভরযোগ্য খেলোয়াড় তেমনই ক্লাব জার্সিতে চেলসিরও অন্যতম সেরা খেলোয়াড়। তবে গত মরশুমে তেমন সুযোগ পাচ্ছিলেন না প্রথম এগারোয়। ফলে নিয়মিত ফুটবল খেলতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন। এবং যার জন্য তিনি দল ছাড়তেও রাজি।

ফলে তাঁকে দলে নেওয়ার জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিজেদের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করবার জন্য। তবে চেলসির তরফ থেকে এখনও তেমন কোনো আভাস পাওয়া যায়নি। কেন না চেলসি তাঁকে ৭ কোটি পাউন্ডের নীচে ছাড়তে রাজি নয়। কিন্তু বার্সেলোনা অত দামে তাঁকে নিতে রাজি নয়। প্রথমে তারা ৫ কোটি এবং দ্বিতীয়বার ৫.৩ কোটি পাউন্ড দর হাঁকিয়েছিল। কিন্তু চেলসি তা বাতিল করে দেয়।

willianshort600

তবে ফের শোনা যাচ্ছে, বার্সেলোনা তৃতীয় একটা প্রস্তাব রেখেছে। এ বার অবশ্য কিছুটা বেশি, ৫.৫ কোটি পাউন্ড। বার্সেলোনা এখনও আশাবাদী তারা উইলিয়ানকে নীল-লাল জার্সি পরাবেন। এখন দেখার তৃতীয় বার তারা সফল হতে পারেন কি না।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here