ওয়েবডেস্ক: বিশ্বকাপ অভিযান শেষ। ফলে নতুন মরশুমে ফের ক্লাবের জার্সিতে নিজেদের সেরাটা দিতে তৈরি বিশ্বকাপের তারকারা। এই মুহূর্তে রীতিমতো ঊর্ধ্বমুখী ইউরোপের দলবদলের বাজার। নিত্য দিন নতুন জল্পনা লেগেই রয়েছে। মরশুমের ফল কেমন হবে তা তো সময়ই বলবে। কিন্তু তার আগে সব চেয়ে গুরুত্বপূর্ণ, দলবদলের বাজারে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে সেরা খেলোয়াড়কে জালে তোলা।
গত বারের মুকুট এ বারও ধরে রাখতে বদ্ধপরিকর স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। নতুন ভাবে নিজেদের তৈরি করছে কাতালান জায়েন্টরা। সেই তালিকায় তাদের এ বার নতুন টার্গেট সেনেগালের তরুণ বিশ্বকাপার মুসা ওয়াগ। সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে তরুণ আফ্রিকান হিসাবে বিশ্বকাপ গোল করে ইতিহাস করেছেন তিনি। জাপানের বিরুদ্ধে ২-২ অমীমাংসিত ম্যাচে।

১৯ বছর বয়সি এই খেলোয়াড় এই মুহূর্তে বেলজিয়ামের কে এ স ইউপেন ক্লাবের ফুটবলার। এই তরুণ ফুলব্যাকের একটা বৈশিষ্ট্য তিনি ডিফেন্স এবং রাইট মিডফিল্ড দু’জায়গাতেই পারদর্শী।
শোনা যাচ্ছে, বার্সেলোনা কোচ আরনেস্টো ভালভার্দে রাইট ব্যাকে নেলসন সেমেদোর ব্যাকআপ হিসাবে মুসাকে নিতে উঠে পড়ে লেগেছেন।
বার্সেলোনার ম্যানেজার পেপে সেগুরা এবং স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল চেষ্টা চালাচ্ছেন মুসাকে ন্যু-ক্যাম্পে আনার জন্য।