barcalogo2final

ওয়েবডেস্ক: নতুন মরশুমের জন্য নিজেদের নতুন ভাবে তৈরি করছে বার্সেলোনা। যার জন্য দলবদল শুরু হওয়ার প্রথম দিন থেকেই লড়াইয়ে বাকিদের রীতিমতো টেক্কা দিচ্ছে বার্সেলোনা। কথাতেই আছে নতুনের আগমনে পুরোনোদের প্রস্থান।। যা বার্সেলোনার ক্ষেত্রেও প্রযোজ্য। ম্যালকম, আর্থাররা বার্সেলোনায় যোগদান করেছেন।

তবে  এবার নাকি বার্সেলোনা ছাড়তে চলেছেনে পাকো আলখাসের। কে এই পাকো? ২০১৬ সালে ৩ কোটি পাউন্ডের বিনিময়ে তাঁকে ভ্যালেন্সিয়া থেকে দলে নেয় বার্সা। ২৪ বয়সি এই স্প্যানিশ স্ট্রাইকার এখনও পর্যন্ত বার্সার জার্সিতে ৫০ ম্যাচে ১৫ গোল করেছেন।

paco600
পাকো আলখাসের

প্রথম দলে নিয়মিত খেলতে চান, একই সঙ্গে তাঁকে দলে নিতে চায় প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ডও। শোনা যাচ্ছে তাঁর জন্য বার্সাকে অফার দিয়েছে তারা। তবে স্থায়ী খেলোয়াড় হিসাবে নয়। দু’বছরের জন্য লোন ট্রান্সফারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here