football3

ওয়েবডেস্ক: গত মরশুমে তাঁকে রেকর্ড অর্থে দলে নিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তিনি লিভারপুলের প্রাক্তন খেলোয়াড় এবং ব্রাজিলের আগামী দিনের ভবিষ্যৎ ফিলিপ কুতিনহো। সুয়ারেজ লিভারপুল ছাড়ার পর তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছিলেন লিভারপুল সমর্থকরা। শেষমেশ তা হয়নি।

বার্সাতে শুরুটা ভালো করলেও, বর্তমানে তাঁকে তেমন ছন্দে পাওয়া জাচ্ছে না। প্রথম এগারোয় রীতিমতো অনিয়মিত তিনি। প্রথম এগারোয় অবশ্য খেলতে চান। অন্যদিকে বার্সাও তাঁকে ছেড়ে দিতে চায়।

coutinho

শোনা যাচ্ছিল তাঁকে নাকি ফের দলে নিতে চায় লিভারপুল। তবে এখন এই লড়াইয়ে ঢুকে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। ম্যাঞ্চেস্টার ইভিনিং রিপোর্ট অনুযায়ী। তবে জানুয়ারি না কি মরশুম শেষ হলে তিনি বার্সা ছাড়বেন তা তো সময়ই বলবে। তাঁকে নিজেদের র‍্যাডারে রেখেছে ম্যানইউ-র চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটিও। লড়াইয়ে আছে প্যারিস সাঁ জা-ও।

এখন দেখার শেষমেশ কী হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here