barcalogo

ওয়েবডেস্ক: চলতি মরশুম শুরু হওয়ার আগে বার্সেলোনার উসমান ডেম্বেলেকে নিয়ে অনেক কথা হয়েছিল। ইউরোপের অনেক বড়ো ক্লাব তাঁকে দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। তবে বার্সেলোনা তাঁকে ছাড়তে রাজি হয়নি। এবং মরশুমের শুরুর দিকে বার্সা জার্সিতে বেশ নজর কাড়ছিলেন তিনি। তবে বার্সা এখন তাঁকে দ্বিতীয় দলবদলে (জানুয়ারি ২০১৯) নতুন দল দেখে নিতে বলেছে।

আরও পড়ুন: এল ক্ল্যাসিকো জয়ের পর সুয়ারেজের সঙ্গে ওয়াইন শেয়ার করলেন মেসি

মরশুমের প্রথম দিকে সুযোগ পেলেও ধীরে ধীরে তেমন সুযোগ পাচ্ছিলেন না।  ফলে রিজার্ভ বেঞ্চে বসেই তাঁকে সময় কাটাতে হচ্ছিল। চ্যাম্পিয়ন্সলিগে ইন্তার ম্যাচে দলে থাকলেও সুযোগ পাননি। অবশ্য লা লিগায় রেয়াল ম্যাচে মাঠে নেমে একটি গোল করিয়েছেন তিনি।

dembele
ডেম্বেলে

তবে বার্সা কোচ ভালভারদের রোটেশন পদ্ধতির কারণে তাঁর আগামী দিনে দলে সুযোগ পাওয়া তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনও শোনা যাচ্ছিল ক্লাবের ড্রেসিংরুমে কিছু শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। তবে ক্লাবের সূত্রে সব কিছুই খারিজ করে দেওয়া হয়।

এখন দেখার শেষমেশ ডেম্বলের পরবর্তী গন্তব্য কোথায় হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here