barca

ওয়েবডেস্ক: গত মরশুমে লিভারপুল জার্সিতে তাক লাগিয়ে দিয়েছিলেন মিশরের মহম্মদ সালাহ। চোটের জন্য বিশ্বকাপে তেমন সাড়া ফেলতে পারেননি। কিন্তু নতুন মরশুমে লিভারপুল জার্সিতে ফের নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু তাই নয়, চলতি মরশুমে ফিফার বর্ষসেরা গোল অর্থাৎ পুসকাস আওয়ার্ড পেয়েছেন তিনি। সেই সালাহকে নিয়ে এখন নতুন জল্পনা।

salah600
মহ্মমাদ সালাহ

আরও পড়ুন: ধর্ষণ নয়, ওটা সম্মতির ভিত্তিতে মৈথুন; এ বার নয়া বয়ান রোনাল্ডোর

শোনা যাচ্ছে তাঁকে নাকি দলে নিতে চায় বার্সেলোনা। এর আগে লিভারপুলের প্রাক্তন দুই খেলোয়াড় সুয়ারেজ এবং কুতিনহোকে দলে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কুতিনহোর তরফ থেকে খবর সালাহ নিজেও বার্সেলোনায় আসতে চান। এমনকী মেসিও নাকি সম্মতি দিয়েছেন তাঁকে দলে নেওয়ার জন্য। তবে সালাহকে দলে নিতে গেলে প্রায় ১৫ কোটি পাউন্ড খরচ করতে হবে বার্সেলোনাকে।

এখন দেখার শেষমেশ বাস্তবে আদৌ তা হয় কি না!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন