barcelonalogofinal

ওয়েবডেস্ক: ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পোগবা। তাঁর পারফরমেন্সের জেরে নতুন মরশুমে তাঁকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। অবশ্য ম্যাঞ্চেস্টার তাঁকে ছাড়তে রাজি ছিল না। এই নিয়ে অনেক জলঘলা হয়েছে। পোগবার সঙ্গে নাকি ম্যানইউ কোচ মোরিনহোর সম্পর্ক ভালো না। ফলে তিনি নাকি দল ছাড়তে চান। ইংল্যান্ডে ইতিমধ্যেই দলবদলের সময়সীমা শেষ।

আরও পড়ুন তারকা স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা অনেকটাই পাকা রেয়াল মাদ্রিদের

অবশ্য লা লিগায় দলবদলের সময়সীমা এখনও শেষ হয়নি। ফলে বার্সার এখনও টার্গেট পোগবা। যার কারণ বার্সার মিডফিল্ডের অন্যতম সেরা খেলোয়াড় তথা ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইভান রাকিতিচকে নাকি দলে নিতে চায় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। অবশ্য রাকিতিচ যদি দল নাও ছাড়েন, কিন্তু পোগবা বার্সাতে যোগ দেন তা হলেও রাকিতিচের জায়গা প্রথম দলে একপ্রকার অনিশ্চিত। এখন দেখার শেষমেশ এই পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়।

pog-rak600
পোগবা এবং রাকিতিচ বিশ্বকাপ ফাইনালে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন