Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: দিয়ামান্তাকোসের গোলে নর্থইস্টকে হারিয়ে অষ্টম ম্যাচে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

আইএসএল ২০২৪-২৫: দিয়ামান্তাকোসের গোলে নর্থইস্টকে হারিয়ে অষ্টম ম্যাচে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ১ (দিমিত্রিয়স দিয়ামান্তাকোস)

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ০   

কলকাতা: লাল-হলুদ বাহিনীর নতুন কোচ অস্কার ব্রুজোনের পরিকল্পনা ছিল নর্থইস্টের প্রথম অস্ত্র আলাদিন আজারাইকে আটকানোর। সে কথা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ব্যক্ত করেছিলেন ব্রুজোন। পরিকল্পনা মাফিক সেই কাজটাই দলের খেলোয়াড়দের দিয়ে করালেন তিনি। এবং তার ইতিবাচক ফলও পেয়ে গেলেন তিনি।

এ বারের আইএসএল মরসুমে শুক্রবার প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। গত কয়েকটি ম্যাচে ধারাবাহিক ভাবে ফর্মে থাকা নর্থইস্টকে ১-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ বাহিনী। ৮ ম্যাচে প্রথম জয় তাদের। প্রথম বারের জন্য তারা তিন পয়েন্ট যোগ করল লিগ টেবলে।

এ বারের আইএসএল-এ ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। আর ইস্টবেঙ্গল এ দিনের ম্যাচের আগে পর্যন্ত জয়ের মুখ তো দেখেইনি, উল্টে ১টি ম্যাচ বাদে সব ম্যাচে হেরেছে। সুতরাং এমন দুটি দলের লড়াইকে অসম লড়াই বলে ধরে নিয়েছিলেন অনেকেই।

isl eb ne dia 30.11

দিয়ামান্তাকোসকে আটকানোর চেষ্টা। ছবি: সঞ্জয় হাজরা।

কিন্তু এত দিন পরে ঘরের মাঠে লড়াকু ইস্টবেঙ্গলকে দেখলেন তার সমর্থকেরা। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে ২৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

গত ম্যাচে লাল কার্ড দেখেছিলেন লাল-হলুদের দুই নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমার শেকর ও নাওরেম মহেশ সিং। ফলে তাঁদের জায়গায় পিভি বিষ্ণু ও জিকসন সিংকে প্রথম দলে রাখেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। দুই নির্ভরযোগ্য সদস্যকে ছাড়াই এ দিন যে উজ্জীবিত ফুটবল খেলল তাঁর দল, তা অবশ্যই প্রশংসনীয়।

নর্থইস্টের প্রধান অস্ত্র আলাদিন আজারাইকে কড়া পাহারায় রেখে খেলার পরিকল্পনা করেছিলেন ব্রুজোন। সেই পরিকল্পনায় দল সফলও হল। সারা ম্যাচে মাত্র চার বার ইস্টবেঙ্গলের বক্সে বল ধরতে পেরেছেন আলাদিন। সাতটি শট মারেন। কিন্তু একটিও গোল লক্ষ্য করে ছিল না।

isl eb ne match 30.11

ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সঞ্জয় হাজরা।

২৩ মিনিটে জয়সূচক গোল

শুরু থেকেই এ দিন আক্রমণাত্মক মেজাজে ছিল কলকাতার দল। আর ফল পেল ম্যাচের ২৩ মিনিটে। নর্থইস্টের বক্সের সামনে বাঁ দিক থেকে ক্রস বাড়ান তালাল। একেবারে মাপা ক্রস। দ্বিতীয় পোস্টে গিয়ে পড়া সেই বল ক্রসে হেড দিয়ে নর্থইস্টের জালে জড়িয়ে দেন গ্রিক ফরোয়ার্ড দিয়ামান্তাকোস। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ গোলে।

গোল খেয়ে নর্থইস্ট তেড়েফুঁড়ে ওঠার চেষ্টা করে। তবে সমানে সমানে পাল্লা দেয় ইস্টবেঙ্গল। সমানে সমানে খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত ফলের আর কোনো পরিবর্তন হয়নি। বল দখলের ক্ষেত্রে বা গোলে শট নেওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়েই ছিল ইস্টবেঙ্গল। শতাংশের হিসাবে ইস্টবেঙ্গলের দখলে বল ছিল ৫২.৫৬। আর গোলে শট নিয়েছিল ৪টে। সে দিক থেকে ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে নর্থইস্টের শট নেওয়ার সংখ্যা মাত্র ১।

লিগ টেবিলে কে কোথায়  

এ দিনের ম্যাচে নর্থইস্ট হারায় খুশি হবে লিগ টেবলের সেরা দুই দল বেঙ্গালুরু এফসি ও মোহনবাগান এসজি-ও। কারণ, তিন নম্বরে থেকে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছিল নর্থইস্ট। এ বার বেশ কিছুটা পিছিয়ে পড়ল। এখনও পর্যন্ত ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু রয়েছে শীর্ষ স্থানে এবং ১টা ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে। নর্থইস্টের পয়েন্ট দাঁড়াল ১৫, এবং তা-ও সেটা ১০ ম্যাচ থেকে। আর শুক্রবারের ম্যাচের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৮ ম্যাচ থেকে ৪ পয়েন্ট।

সাম্প্রতিকতম

কবে থেকে শুরু আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

আগামী বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। ২০২৫ সালে এই পরীক্ষা হবে...

অসুস্থ নবজাতকদের প্রাণ বাঁচাতে অত্যাধুনিক ইনকিউবেটর বানালেন আইআইটি মাণ্ডির অধ্যাপক

হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন আইআইটি...

আরজি কর ধর্ষণ ও খুন মামলা: জামিনে হতাশ নির্যাতিতার মা, আক্রমণের নিশানায় সিবিআই

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেলেন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার মা।

হাই কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিনেতা অল্লু অর্জুন অন্তর্বর্তী জামিন পেলেন তেলঙ্গানা হাই কোর্টে।

আরও পড়ুন

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

আইএসএল ২০২৫: নর্থইস্টকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক, লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (মনবীর সিং, লিস্টন কোলাসো) নর্থইস্ট...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে