Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ইউরো-ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল, রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম...

ইউরো কাপ ২০২৪: ইউরো-ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল, রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম  

প্রকাশিত

বেলজিয়াম: ২ (ইউরি টিলেমান্স, কেভিন ডে ব্রুয়িনে) রোমানিয়া :০

খবর অনলাইন ডেস্ক: আগের ম্যাচে স্লোভাকিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর এবারের ইউরো কাপে গ্রুপ ‘ই’ থেকে শেষ ১৬-য় যাওয়ার লড়াইয়ে ফিরে এল বেলজিয়াম। শনিবার কোলোন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে রোমানিয়াকে ২-০ গোলে হারাল বেলজিয়াম।

গ্রুপ ‘ই’-র ৪টি দলই ২টি ম্যাচ খেলে ৩টি করে পয়েন্ট পেয়েছে। এরা হল রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া এবং ইউক্রেন। কোন ২টি বা ৩টি দল শেষ ১৬-য় যাবে তার ফয়সালা হবে আগামী বুধবার।    

৭৩ সেকেন্ডেই গোল

ম্যাচ শুরু হওয়ার ৭৩ সেকেন্ডেই গোল করে ফেলল বেলজিয়াম। ইউরি টিলেমান্সের এই গোল ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। প্রথম দ্রুততম গোলটি এবারের ইউরোতেই হয়েছে। ১৬ জুন আলবানিয়ার বিরুদ্ধে ইতালির নেদিম বাজরামি ২৩ সেকেন্ডের মাথায় গোল করেন। দ্বিতীয় দ্রুততম গোলটি হল রাশিয়ার করা। ২০০৪-এর ইউরো কাপে গ্রিসের বিরুদ্ধে রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো খেলা শুরু হওয়ার ৬৭ সেকেন্ডের মধ্যে গোল করেন।

মাঝমাঠে বল পান টিলেমান্স। পাস বাড়িয়ে দেন লুকাকুকে। রোমানিয়ার বক্সের বাঁদিকে থাকা ডোকুকে বল পাস দেন লুকাকু। ডোকু আবার বক্সের মাঝখানে থাকা লুকাকুর কাছে বল পাঠিয়ে দেন। লুকাকু রোমানিয়ার ডিফেন্ডারকে কাটিয়ে বল পাস করেন বক্সের একদম ধারে থাকা টিলেমান্সকে। টিলেমান্স দুর্দান্ত শটে রোমানিয়ার গোলকিপারকে পরাস্ত করেন।

ম্যাচের ৫ মিনিটে প্রায় সমতা এনে ফেলেছিল রোমানিয়া। বেলজিয়ামের বক্সে থাকা রোমানিয়ার দ্রাগুসিন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে একটি ক্রসে হেড দিয়ে প্রায় গোল করে ফেলেছিলেন। বেলজিয়ামের গোলকিপার কাস্টিল্‌স পাঞ্চ করে সেই বলে বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। এর পর বেলজিয়াম গোটাদুয়েক শট নিয়েছিল রোমানিয়ার গোল লক্ষ্য করে। কিন্তু রোমানিয়ার গোলকিপার নিতা তা বাঁচিয়ে দেন। প্রথমার্ধে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে আরও ১ গোল, লুকাকুর গোল বাতিল

আবার বাতিল হল লুকাকুর গোল। এই নিয়ে এই ইউরোতেই বারবার তিনবার। গত সোমবার স্লোভাকিয়ার বিরুদ্ধে খেলায় ম্যাচের ৫৬ এবং ৮৬ মিনিটে লুকাকুর করা গোল বাতিল হয়ে যায়। এর মধ্যে একটি বাতিল হয় অফসাইডের দরুন। আর অন্যটি সহ-খেলোয়াড়ের হাত লেগে যাওয়ার জন্য।

এ দিনের ম্যাচের ৬৪ মিনিটে কেভিন ডে ব্রুয়িনে মাঝমাঠে বল পেয়ে নিখুঁত থ্রু বাড়ান লুকাকুকে। লুকাকুর দুর্দান্ত শট বাঁদিকের কোণ দিয়ে মাটি ঘেঁষে রোমানিয়ার গোলে ঢুকে যায়। কিন্তু ভার-এ দেখা যায় লুকাকু অফসাইডে ছিলেন।

শেষ পর্যন্ত বেলজিয়াম জয়ের ব্যবধান বাড়ায় ৮০ মিনিটে। নিজেদের পেনাল্টি বক্স থেকে বেলজিয়ামের গোলকিপার কাস্টিল্‌স ফ্রি-কিক নেন। লুকাকু লাফিয়ে বল ধরার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। বল বাউন্স করে রোমানিয়ার গোলের দিকে যাওয়ার মুখে পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন কেভিন ডে ব্রুয়িনে। এর পরেও রোমানিয়া গোল শোধ করার চেষ্টা করে ফলপ্রসূ হয়নি। কেভিন ডে ব্রুয়িনেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: পরপর ২টি ম্যাচ জিতে শেষ ১৬-য় পৌঁছে গেল পর্তুগাল

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে