সঞ্জয় হাজরা
সন্তোষ ট্রফির অভিযান ভালো ভাবেই শুরু করল বাংলা। শনিবার কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচে বাংলা মুখোমুখি হয়েছিল ঝাড়খণ্ডের। ৪-০ গোলে বাংলা হারাল ঝাড়খণ্ডকে। দুটি গোল করেন রবি হাঁসদা। একটি করে গোল করেন মনোতোষ মাজি এবং নরহরি শ্রেষ্ঠা।
ম্যাচের শুরু থেকেই বাংলার নিরঙ্কুশ প্রাধান্য থাকলেও প্রথম গোল আসতে বেশ দেরি হয়। প্রথমার্ধের একেবারে শেষ দিকে মনোতোষ মাজির গোলে বাংলা ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পর পর দু’মিনিটে দু’টি গোল করেন রবি হাঁসদা। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন রবি। পরের মিনিটেই আবার রবির গোল।
ম্যাচের একটি মুহূর্ত।
ঝাড়খণ্ড ক্রমশই ম্যাচ থেকে গুটিয়ে যেতে থাকে। তাদের ফিরে আসার আশা শেষ হয়ে যায়। তার পরেও বাংলা গোল করে। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় বাংলার হয়ে চতুর্থ গোলটি করেন নরহরি শ্রেষ্ঠা। ঝাড়খণ্ড কার্যত আত্মসমর্পণ করে। বাংলা জিতে যায় ৪-০ গোলে।
বাংলা দলের কোচ সঞ্জয় সেন এ দিন খেলোয়াড়দের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। দৃশ্যতই তিনি খুশি। বলেন, “প্রথম ম্যাচে জয়টা খুব ভাল দিক। অনেকগুলো গোলের পাশাপাশি প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে দল।” সন্তোষ ট্রফিতে বাংলার ম্যাচ দেখতে কল্যাণী স্টেডিয়ামে ভালই ভিড় হয়েছিল।
ছবি: প্রতিবেদক