বাংলা: ২ (রবিলাল মান্ডি, নরহরি শ্রেষ্ঠ) রাজস্থান: ০
হায়দরাবাদ: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা। গ্রুপ স্টেজের ২টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসাবে জায়গা পাকা করে নিল শেষ আটে।
বুধবার হায়দরাবাদে আয়োজিত গ্রুপ ‘এ’-র ম্যাচে রাজস্থানকে ২-০ গোলে হারাল বাংলা। এই নিয়ে গ্রুপের ৩টি ম্যাচেই জিতল তারা। একই সঙ্গে ধরে রাখল প্রতিযোগিতায় অপরাজিত তকমাও।
সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডে রয়েছে ২টি গ্রুপ। এক একটি গ্রুপে ৬টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে ৪টি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাই প্রথম দল যারা কোয়ার্টার ফাইনালে গেল। বাংলার গ্রুপ স্টেজে আর ২টি ম্যাচ বাকি – মণিপুর আর সার্ভিসেস-এর বিরুদ্ধে।
বুধবারের ম্যাচে প্রথম থেকে দাপট ছিল সঞ্জয় সেনের দলের। ফুটবলারদের আক্রমণাত্নক ফুটবল খেলার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতোই ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন বাংলার ফুটবলারদের। তবু তাঁদের গোলের জন্য প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ম্যাচের ৪৫ মিনিটে দূর থেকে দুর্দান্ত শটে রাজস্থানের গোলকিপারকে পরাস্ত করেন রবিলাল মান্ডি। বল নীচের কোণ ঘেঁষে রাজস্থানের গোলে ঢুকে যায়।
আগ্রাসী খেলা দিয়ে দ্বিতীয়ার্ধও শুরু করে বাংলা। এবং তার ফল পেয়ে যায় ম্যাচের ৫৬ মিনিটে। ডান দিক থেকে রবিলালের ক্রস পেয়ে তাতে পা ছুঁইয়ে রাজস্থানের জালে বল জড়িয়ে দেন নরহরি শ্রেষ্ঠ। বাংলা ২-০ গোলে এগিয়ে যায়। এর পরও গোলের সুযোগ পেয়েছিল বাংলা। তবে তারা তা কাজে লাগাতে পারেনি।