ওড়িশাকে উড়িয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

0

ওয়েবডেস্ক: মূলপর্বে যেতে হলে ওড়িশাকে শুধু হারাতেই হত না, ৪-০ ব্যবধানে হারাতে হত। আর ঠিক সেটাই করল বাংলা। ফলে গোলপার্থক্যের বিচারে সন্তোষ ট্রফির মূলপর্বে উঠে গেল বাংলা।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যেই অর্জুন টুডুর গোলে এগিয়ে যায় বাংলা। এর পর পরের পর আক্রমণ শানাতে থাকে বাংলা। তাতে কার্যত ভেঙে যায় ওড়িশার রক্ষণবিভাগ। তবে ৪০ মিনিটে ইসরাফিল দেওয়ানের শট বারে লেগে বাইরে না গেলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত বাংলা।

আরও পড়ুন মহামেডানকে ছিটকে দিয়ে লিগ শীর্ষে উঠে গেল ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধে অবশ্য মূলপর্বে যাওয়ার জন্য বাকি তিনটি গোল দেয় বাংলা। এর মধ্যে একটি গোল করেন সেই অর্জুন টুডু। বাংলার হয়ে বাকি গোলদু’টো করেন মহম্মদ ফরিদ এবং সুরজিৎ শীল। ৫৪ মিনিটে বাংলা পেনাল্টি পেলে পেনাল্টি থেকে গোল করেন সুরজিৎ শীল।

এ দিনের ম্যাচের পর ওড়িশা, বাংলা ও বিহার তিন দলেরই একটা করে ম্যাচ জেতার জেরে পয়েন্ট সংখ্যা থাকে ৩। তবে গোলপার্থক্যে এগিয়ে থেকে মূলপর্বে চলে গেল রঞ্জন ভট্টাচার্যের দল।

বিজ্ঞাপন