Homeখেলাধুলোফুটবলসন্তোষ ট্রফি: রবি হাঁসদার গোলে কেরলকে হারিয়ে আবার ভারত চ্যাম্পিয়ন বাংলা

সন্তোষ ট্রফি: রবি হাঁসদার গোলে কেরলকে হারিয়ে আবার ভারত চ্যাম্পিয়ন বাংলা

প্রকাশিত

হায়দরাবাদ: বছরের শেষ দিনে একটা বড়ো সুখবর এল বাংলার ঘরে। ছ’ বছর পরে ফুটবলে ফের ভারতসেরা হল বাংলা। ২০১৬-১৭-এর পর আবার ফুটবল চ্যাম্পিয়ন হল বাংলা। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতল বাংলা।

মঙ্গলবার হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালের ম্যাচে কেরলকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল। বাংলার হয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা।

এটা ছিল সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণ। এর মধ্যে ৪৭ বারই ফাইনালে খেলল বাংলা। আর ৪৭ বারের মধ্যে ৩৩ বার ট্রফি আনল ঘরে। কিন্তু মঙ্গলবারের জয়ে আরও একটা মাত্রা আছে। একদিক থেকে কেরলের বিরুদ্ধে প্রতিশোধও নিল বাংলা। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছেই হেরে গিয়েছিল বাংলা। দু’বারই টাইব্রেকারে জিতে যায় কেরল। এ বার সেই কেরলকে হারিয়েই সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা।

santosh trophy bangla wins 2 31.12

সন্তোষ ট্রফিজয়ী বাংলা দল। ছবি সৌজন্যে এআইএফএফ।

বাংলার এই জয়ে কৃতিত্ব কিছু কম নয় কোচ সঞ্জয় সেনের। প্রতিপক্ষ কেরল খুবী শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে আগে ঘর সামলানো। তার পর আক্রমণে। এ ভাবেই প্রতি-আক্রমণে ভরসা করে খেলা চালিয়ে যায় বাংলা। ক্রমশ মাঝমাঠের দখল নেয় তারা। আর বলের নিয়ন্ত্রণও বাংলার পায়ে বেশিক্ষণ ছিল। তবে কোনো দলই গোল করার তেমন সুযোগ পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। 

দ্বিতীয়ার্ধেও প্রায় একই অবস্থা। কেরলের উপর বাংলার চাপ বেশি থাকলেও কাজের কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত খেলা গড়াল অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়ের চার মিনিটে বাজিমাত করল বাংলা। বাঁদিক থেকে বল পেয়ে বাংলার স্ট্রাইকার মনোতোষ মাজি হেড করে কেরলের বক্সে পাঠিয়ে দেন। কেরলের ডিফেন্ডার আদিল অমল বল ধরতে ব্যর্থ হন। কেরলের গোল থেকে কয়েক গজ দূরে যেন ওত পেতে বসেছিলেন রবি হাঁসদা। জোরালো শটে পরাস্ত করেন কেরলের গোলকিপারকে। এর পর আর কেরলের কিছু করার ছিল না। উল্লাসে ফেটে পড়ে বাংলার বেঞ্চ। লাফিয়ে উঠে নিজের জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন রবি। তাতে তাঁকে হলুদ কার্ড দেখতে হয়। তাতে কি আর যায় আসে?

এ দিনের গোল নিয়ে এ বারের সন্তোষ ট্রফিতে ১২টা গোল করলেন রবি। পেলেন দুটি পুরস্কার – ‘তুলসীদাস বলরাম প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার’ এবং ‘পিটার থঙ্গরাজ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার’।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের সঙ্গেও ম্যাচ ড্র, আবার পয়েন্ট খোয়াল মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ০ চেন্নাইয়িন এফসি: ০ চেন্নাই:...

আইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে, ২টি ড্র করে ও ১টি হেরে শীর্ষেই থাকল সবুজ-মেরুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে