Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয় ম্যাচে জয় পেল ব্রাজিল, প্যারাগুয়েকে হারাল ৪-১ গোলে

কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয় ম্যাচে জয় পেল ব্রাজিল, প্যারাগুয়েকে হারাল ৪-১ গোলে

প্রকাশিত

ব্রাজিল: ৪ (ভিনসিয়াস জুনিয়র ২, সাভিও, লুকাস পাকুয়েতা) প্যারাগুয়ে: ১ (ওমার আলদেরেতে)

খবর অনলাইন ডেস্ক: অবশেষে জয় পেল ব্রাজিল। শুধু জয়ই নয়, বেশ বড়ো ব্যবধানে জয়। এবারের কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্তা রিকার সঙ্গে গোলশূন্য অবস্থায় শেষ করে সমর্থকদের হতাশ করেছিল ব্রাজিল। শনিবার সকালে (ভারতীয় সময়) নেভাদার লাস ভেগাসে অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তাঁদের মুখে হাসি ফোটাল তারা।

গ্রুপ ‘ডি’-র অবস্থা

কোস্তা রিকাকে ৩-০ গোলে হারানোর পরে গ্রুপ ‘ডি’-তে ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে কোলোম্বিয়া রয়েছে শীর্ষ স্থানে। ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে। ২টি ম্যাচ থেকে কোস্তা রিকার সংগ্রহ ১ পয়েন্ট আর প্যারাগুয়ের ঝুলিতে কোনো পয়েন্ট নেই।    

গ্রুপ ‘ডি’-র চূড়ান্ত ম্যাচ দুটিতে ব্রাজিল মুখোমুখি হবে কোলোম্বিয়ার এবং কোস্তা রিকা মুখোমুখি হবে পারাগুয়ের। দুটি খেলাই ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টায়। এর পরে বোঝা যাবে ব্রাজিলের ভাগ্যে কী আছে।

প্রথমার্ধেই ৩ গোল ব্রাজিলের

ব্রাজিলের এ দিন ছিল জীবন-মরণ সমস্যা। জিততেই হবে। না হলে গ্রুপ স্টেজ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়েকে চাপে রেখেছিল ব্রাজিল। কিন্তু ইতিবাচক ফল পায় ম্যাচের ৩৫ মিনিটে। তার আগে তারা অবশ্য ১টি পেনাল্টি মিস করে। নিজেদের বক্সের মধ্যে প্যারাগুয়ের আন্দ্রেস কুবাস ব্রাজিলের একটি শট আটকানোর চেষ্টা করেন, কিন্তু বলে তাঁর হাত লেগে যায়। রেফারি পেনাল্টি দেন। লুকাস পাকুয়েতার পেনাল্টি শট গোলের বাইরে দিয়ে চলে যায়। তার ৩ মিনিট পরেই অবশ্য গোল পেয়ে যায় ব্রাজিল। দলগত প্রচেষ্টার ফল মেলে। পাকুয়েতার পাস বক্সে পেয়ে যান ভিনসিয়াস জুনিয়র। ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দেন তিনি।

ব্রাজিলের পরের দুটি গোল আসে ১৫ মিনিটের মধ্যে। ম্যাচের ৪৩ মিনিটে গোল করেন সাভিও। রদরিগোর শট প্যারাগুয়ের গোলকিপার বাঁচান বটে, কিন্তু তা রিবাউন্ড হয়ে ফিরে আসে। তক্কে তক্কে ছিলেন সাভিও। গোলের একদম কাছাকাছি থেকে জালে বল জড়িয়ে দেন। তৃতীয় গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের  ৫ মিনিটে। আবার গোল করেন জুনিয়র। প্যারাগুয়ের ওমার আলদেরেতের ভুলের সুযোগ নিয়ে জুনিয়র আসল কাজটি সমাধা করেন। প্রথমার্ধে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৪-১

প্যারাগুয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকে পরাজয়ের ব্যবধান কমানোর। আর তার ফলও পেয়ে যায় দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায়। ব্রাজিলের বক্সের ঠিক বাইরে সতীর্থের পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে নিচু শটে ব্রাজিলের গোলকিপার আলিসনকে পরাস্ত করেন ওমার আলদেরেতে। ম্যাচের ৬৫ মিনিটে জয়ের ব্যবধান বাড়ায় ব্রাজিল। এবার গোল করেন লুকাস পাকুয়েতা।

ম্যাচের বাকি সময়ে প্যারাগুয়ে গোল করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। ব্রাজিলও চেষ্টা করে আরও গোলের। কিন্তু কোনো পক্ষই আর গোল করতে পারেনি। ইতিমধ্যে ব্রাজিলের ডগলাস লুইজকে মারাত্মক ভাবে ফাউল করার জন্য ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় কুবাসকে।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া    

     

সাম্প্রতিকতম

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: লিগ-শিল্ডের পরে কাপ এল মোহনবাগানের ঘরে, হার মানলেন সুনীল ছেত্রীরা

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, জেমি ম্যাকলারেন) বেঙ্গালুরু এফসি: ১ (আলবার্তো রদরিগুয়েজ আত্মঘাতী)   কলকাতা:...

আইএসএল ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মোহনবাগান

আইএসএল ফাইনালের আগে যুবভারতীতে প্রস্তুতি চূড়ান্ত। সাংবাদিক সম্মেলনে একে অপরকে চ্যালেঞ্জ করলেন মোহনবাগান ও বেঙ্গালুরুর অধিনায়ক এবং কোচ।

আইএসএল ২০২৪-২৫: শেষ মুহূর্তে আপুইয়ার গোলে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে মোহনবাগান, মুখোমুখি বেঙ্গালুরুর  

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেসন কামিংস, লালেংমাউইয়া রালতে) (৩) জামশেদপুর এফসি: ০ (২) কলকাতা: ২৪ বছর...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে