Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয় ম্যাচে জয় পেল ব্রাজিল, প্যারাগুয়েকে হারাল ৪-১ গোলে

কোপা আমেরিকা ২০২৪: দ্বিতীয় ম্যাচে জয় পেল ব্রাজিল, প্যারাগুয়েকে হারাল ৪-১ গোলে

প্রকাশিত

ব্রাজিল: ৪ (ভিনসিয়াস জুনিয়র ২, সাভিও, লুকাস পাকুয়েতা) প্যারাগুয়ে: ১ (ওমার আলদেরেতে)

খবর অনলাইন ডেস্ক: অবশেষে জয় পেল ব্রাজিল। শুধু জয়ই নয়, বেশ বড়ো ব্যবধানে জয়। এবারের কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্তা রিকার সঙ্গে গোলশূন্য অবস্থায় শেষ করে সমর্থকদের হতাশ করেছিল ব্রাজিল। শনিবার সকালে (ভারতীয় সময়) নেভাদার লাস ভেগাসে অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তাঁদের মুখে হাসি ফোটাল তারা।

গ্রুপ ‘ডি’-র অবস্থা

কোস্তা রিকাকে ৩-০ গোলে হারানোর পরে গ্রুপ ‘ডি’-তে ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে কোলোম্বিয়া রয়েছে শীর্ষ স্থানে। ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে। ২টি ম্যাচ থেকে কোস্তা রিকার সংগ্রহ ১ পয়েন্ট আর প্যারাগুয়ের ঝুলিতে কোনো পয়েন্ট নেই।    

গ্রুপ ‘ডি’-র চূড়ান্ত ম্যাচ দুটিতে ব্রাজিল মুখোমুখি হবে কোলোম্বিয়ার এবং কোস্তা রিকা মুখোমুখি হবে পারাগুয়ের। দুটি খেলাই ভারতীয় সময় বুধবার সকাল সাড়ে ৬টায়। এর পরে বোঝা যাবে ব্রাজিলের ভাগ্যে কী আছে।

প্রথমার্ধেই ৩ গোল ব্রাজিলের

ব্রাজিলের এ দিন ছিল জীবন-মরণ সমস্যা। জিততেই হবে। না হলে গ্রুপ স্টেজ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়েকে চাপে রেখেছিল ব্রাজিল। কিন্তু ইতিবাচক ফল পায় ম্যাচের ৩৫ মিনিটে। তার আগে তারা অবশ্য ১টি পেনাল্টি মিস করে। নিজেদের বক্সের মধ্যে প্যারাগুয়ের আন্দ্রেস কুবাস ব্রাজিলের একটি শট আটকানোর চেষ্টা করেন, কিন্তু বলে তাঁর হাত লেগে যায়। রেফারি পেনাল্টি দেন। লুকাস পাকুয়েতার পেনাল্টি শট গোলের বাইরে দিয়ে চলে যায়। তার ৩ মিনিট পরেই অবশ্য গোল পেয়ে যায় ব্রাজিল। দলগত প্রচেষ্টার ফল মেলে। পাকুয়েতার পাস বক্সে পেয়ে যান ভিনসিয়াস জুনিয়র। ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দেন তিনি।

ব্রাজিলের পরের দুটি গোল আসে ১৫ মিনিটের মধ্যে। ম্যাচের ৪৩ মিনিটে গোল করেন সাভিও। রদরিগোর শট প্যারাগুয়ের গোলকিপার বাঁচান বটে, কিন্তু তা রিবাউন্ড হয়ে ফিরে আসে। তক্কে তক্কে ছিলেন সাভিও। গোলের একদম কাছাকাছি থেকে জালে বল জড়িয়ে দেন। তৃতীয় গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের  ৫ মিনিটে। আবার গোল করেন জুনিয়র। প্যারাগুয়ের ওমার আলদেরেতের ভুলের সুযোগ নিয়ে জুনিয়র আসল কাজটি সমাধা করেন। প্রথমার্ধে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৪-১

প্যারাগুয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকে পরাজয়ের ব্যবধান কমানোর। আর তার ফলও পেয়ে যায় দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায়। ব্রাজিলের বক্সের ঠিক বাইরে সতীর্থের পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে নিচু শটে ব্রাজিলের গোলকিপার আলিসনকে পরাস্ত করেন ওমার আলদেরেতে। ম্যাচের ৬৫ মিনিটে জয়ের ব্যবধান বাড়ায় ব্রাজিল। এবার গোল করেন লুকাস পাকুয়েতা।

ম্যাচের বাকি সময়ে প্যারাগুয়ে গোল করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। ব্রাজিলও চেষ্টা করে আরও গোলের। কিন্তু কোনো পক্ষই আর গোল করতে পারেনি। ইতিমধ্যে ব্রাজিলের ডগলাস লুইজকে মারাত্মক ভাবে ফাউল করার জন্য ৮১ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় কুবাসকে।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া    

     

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

১৯৯০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ পুরস্কারজয়ী ইতালীয় ফুটবলার সালভাতোর স্কিলাচি প্রয়াত    

খবর অনলাইন ডেস্ক: স্কিলাচিকে মনে আছে? সালভাতোর টোটো স্কিলাচি। ১৯৯০ বিশ্বকাপ ফুটবলের আগে স্কিলাচির...

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু: সুযোগ নষ্টের খেসারত দিল মোহনবাগান, পয়েন্ট ছিনিয়ে নিল রবশান

মোহনবাগান সুপার জায়েন্ট: ০ এফসি রবশান: ০ কলকাতা: প্রথমার্ধে...

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?