Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: ম্যাচ ১-১ ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, কোলোম্বিয়া

কোপা আমেরিকা ২০২৪: ম্যাচ ১-১ ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, কোলোম্বিয়া

প্রকাশিত

ব্রাজিল: ১ (রাফিনহা) কোলোম্বিয়া: ১ (দানিয়েল মুনোজ)

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘ডি’-র চূড়ান্ত ২টি ম্যাচের একটিতে ১-১ গোলে খেলা অমীমাংসিত রাখল ব্রাজিল ও কোলোম্বিয়া। গ্রুপ ‘ডি’-তে ৩টি ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থাকল কোলোম্বিয়া। ৩টি ম্যাচ থেকে ব্রাজিলের সংগ্রহ ৫ পয়েন্ট। তারা থাকল দ্বিতীয় স্থানে। কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া মুখোমুখি হবে পানামার আর ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।

এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের পারফরমেন্স খুব মাঝারি মাপের। তারই প্রমাণস্বরূপ বুধবার সকালে (ভারতীয় সময়) ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় লেভিস স্টেডিয়ামে আয়োজিত ব্রাজিল-কোলোম্বিয়া ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।

প্রথমার্ধে ব্রাজিলের গোল

ম্যাচের ৭ মিনিটেই ব্রাজিলের কাছে দুঃসংবাদ। ভিনি জুনিয়র হলুদ কার্ড দেখলেন। ফলে কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন না। ১২ মিনিটে গোল পায় ব্রাজিল। বক্সের ঠিক বাইরে ব্রাজিলের এক খেলোয়াড়কে ফাউল করলেন কোলোম্বিয়ার খেলোয়াড়। দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করলেন রাফিনহা। কোলোম্বিয়ার গোলকিপার কামিলো বার্গাস কোনোভাবেই গোল বাঁচাতে পারলেন না।

১৭ মিনিটে গোল করার সুযোগ পায় কোলোম্বিয়া। কিন্তু খামেশ রদরিগুয়েজের শট ব্রাজিলের ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। ২ মিনিট পরে আবার সুযোগ আসে। রদরিগুয়েজের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে সানচেজ ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন। কিন্তু ‘ভার’ (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পরীক্ষায় সেই গোল বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে কোলোম্বিয়ার গোল  

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ম্যাচে সমতা ফেরায় কোলোম্বিয়া। ব্রাজিলের বক্সের মধ্যে বল পেয়ে যান কোলোম্বিয়ার ইভান কোরদোবা। ব্রাজিলের গোলকিপার এগিয়ে আসেন। কোরদোবা তখন বল পাস করে দেন দানিয়েল মুনোজকে। ব্রাজিলের জালে বল জড়িয়ে দিতে মুনোজ কোনো ভুল করেননি। এর পর দু’ পক্ষই চেষ্টা চালিয়ে যেতে থাকে গোল করার। কিন্তু কাজের কাজ হয়নি। ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: পারাগুয়েকে ২-১ গোলে হারিয়েও বিদায় নিতে হল কোস্তা রিকাকে

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

টাটা স্টিল দাবা: পুরুষ বিভাগে এগিয়ে আবদুসাত্তোরোভ এবং মহিলা বিভাগে বন্তিকা, গোরিয়াচকিনা ও লাগনো  

কলকাতা: বুধবার কলকাতার ধন ধান্য স্টেডিয়ামে শুরু হল টাটা স্টিল দাবা প্রতিযোগিতা। এ দিন...

দোষী ‘সাব্যস্ত’ করে পুলিশ-প্রশাসন কাউকে শাস্তি দিতে পারে না, ‘বুলডোজার নীতি’ মামলায় সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট বুলডোজ়ার নীতির বিরুদ্ধে রায় দিয়ে জানাল, অপরাধের অভিযোগে কারও বাড়ি ভাঙা যাবে না। নিয়ম মেনে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষেই এমন ব্যবস্থা নেওয়া যাবে।

এ বার সাগরের ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এ বার ট্যাব দুর্নীতির হদিশ সাগরে। সাগরের একটি স্কুলের ৩১ জন...

বিহারের অনুষ্ঠানে মোদীর পা ছুঁতে গেলেন নীতীশ কুমার, মন কাড়ল প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

দরভাঙায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তুলল  

কলকাতা: অবশেষে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল এফসি। এ বারের আইএসএল-এ সপ্তম ম্যাচে তারা পেল...

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ খুব করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ...

লেবাননের নেজমেহকে ৩-২ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল  

থিম্পু (ভুটান): এগারো বছর পর এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার গ্রুপ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে