Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকার সঙ্গে ম্যাচ গোলশূন্য রেখে ভক্তদের হতাশ করল...

কোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকার সঙ্গে ম্যাচ গোলশূন্য রেখে ভক্তদের হতাশ করল ব্রাজিল

প্রকাশিত

ব্রাজিল: ০ কোস্তা রিকা: ০

খবর অনলাইন ডেস্ক: ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই ফুটবল। সেই ব্রাজিল এবারের কোপা আমেরিকায় যাত্রা শুরু করল কোস্তা রিকার সঙ্গে ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ করে।

ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সোফি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘ডি’-এর এই ম্যাচে বলের ওপর ৭৫% দখলদারি ছিল ব্রাজিলের। কিন্তু কোস্তা রিকার রক্ষণভাগের প্রাচীর কিছুতেই ভাঙতে পারল না ব্রাজিল। বিশেষ করে বলতে হয়, কোস্তা রিকার গোলকিপার প্যাট্রিক সেকুইয়েরার কথা। অন্তত ৩টে দারুণ সেভ করেছেন সেকুইয়েরা।

প্রথমার্ধে গোল বাতিল ব্রাজিলের    

ম্যাচের ৩০ মিনিটে একটা গোল দিয়েছিল ব্রাজিল। কোস্তা রিকার বক্সে থেকে গোল লক্ষ্য করে একটা বাঁক খাওয়া শট নেন রাফিনহা। সেই বলে আলতো টোকা দিয়ে কাছের পোস্ট দিয়ে গোলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন রডরিগো। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। বলের মুভমেন্টে বিভ্রান্ত হয়ে যান কোস্তা রিকার গোলকিপার সেকুইয়েরা। এরই মাঝে মার্কুইনহোস বল ঢুকিয়ে দেন কোস্তা রিকার গোলে।

ব্রাজিলের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। আনন্দে মাতেন ব্রাজিলের খেলোয়াড়রাও। কিন্তু মিনিটদুয়েক পরে ‘ভার’ (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সেই গোল বাতিল করে দেয়। পরীক্ষায় জানা যায়, মার্কুইনহোস অফসাইড ছিলেন।

দ্বিতীয়ার্ধেও বারবার বাঁচল কোস্তা রিকা

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ব্রাজিলের পাকুয়েতা বেশ খানিকটা দূর থেকে কোস্তা রিকার গোল লক্ষ্য করে যে দুর্দান্ত শট নেন তা-ও বাঁচিয়ে দেন সেকুইয়েরা। তার পর একটা আত্মঘাতী গোল থেকেও বেঁচে যায় কোস্তা রিকা। দলকে গোল খাওয়া থেকে বাঁচাতে গিয়ে হাক্সেল কুইরো হেড করে নিজেদের গোলে বল প্রায় ঢুকিয়ে দিয়েছিলেন। এবারেও বাঁচিয়ে দেন সেকুইয়েরা।

ম্যাচের ৮৭ মিনিটে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন সেকুইয়েরা। রডরিগোর সামনে ফাঁকা গোল। কিন্তু জালে জড়াতে পারলেন না রডরিগো। তার পরেও তাঁকে ফেলে দেওয়া হয় বক্সের মধ্যে। ব্রাজিলের খেলোয়াড়রা পেনাল্টির দাবি জানাতে থাকেন। কিন্তু রেফারি তাতে কান দেননি।

শত চেষ্টাতেও গোলের মুখ খুলতে পারল না ন’বারের কোপা আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিল। কিংবদন্তি ফুটবলার নেমার এখনও পুরোপুরি ফিট নন। গত অক্টোবরে একটি ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে তিনি মাঠের বাইরে। রেয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রের নেতৃত্বাধীন এবারের ব্রাজিল তাদের সূচনা-যাত্রায় ভক্তদের হতাশ করল।   

আরও পড়ুন 

কোপা আমেরিকা ২০২৪: গোল তৈরি করে দিলেন অধিনায়ক রডরিগুয়েজ, প্যারাগুয়েকে ২-১ গোলে হারাল কোলোম্বিয়া

       

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল...

আইএসএল: দাপটে খেলে মহমেডানকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান এসজি: ৩ (জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেগ স্টুয়ার্ট) মহমেডান স্পোর্টিং এসসি: ০ কলকাতা: দুর্দান্ত...

আইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো জর্জ

কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত