jonatas belusso brazilian striker eastbengal

কলকাতা: পরের মরশুমে একজন ভালো বিদেশি স্ট্রাইকার খুঁজছেন ইস্টবেঙ্গল কর্তারা। আর সেই খোঁজের সূত্র ধরেই সিরিয়ান বংশোদ্ভূত এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বায়োডাটা জমা পড়ল ক্লাবে। নাম জোনাটাস এলিয়াস বেলুসো। সঙ্গে জমা পড়েছে তাঁর ভিডিও। যে ভিডিও দেখে মনে ধরেছে ইস্টবেঙ্গল কর্তাদের।

৩০ বছর বয়সি বেলুসো এর আগে ভারতে না খেললেও কোরিয়া, সৌদি আরবের মতো এশিয়ার নানা দেশে খেলেছেন। বর্তমানে খেলেন ব্রাজিলের একটি ক্লাবে। তাঁর পেশাদার জীবন বেশ আকর্ষণীয়। তাই দামও ভালো। বেলুসোর এজেন্ট মাসে প্রায় ১০ লক্ষ টাকার দাবি জানিয়েছেন। তবে সেসব কথা পরে, আপাতত ক্লাবের বিভিন্ন ক্ষমতাশালী মহল এবং সুভাষ ভৌমিকের মতামত প্রয়োজন। তারপরই বেলুসোর জন্য ঝাঁপাবে লালহলুদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন