Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: অভিষেকেই অঘটন, ভেনেজুয়েলাকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সেমিতে আর্জেন্তিনার মুখে...

কোপা আমেরিকা ২০২৪: অভিষেকেই অঘটন, ভেনেজুয়েলাকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে সেমিতে আর্জেন্তিনার মুখে কানাডা   

প্রকাশিত

কানাডা: ১ (জর্জ শাফেলবুর্গ) (৪) ভেনেজুয়েলা: ১ (সালোমোন রোন্দোন) (৩)

খবর অনলাইন ডেস্ক: একজন আমেরিকান এই প্রথম কোপা আমেরিকার সেমিফাইনালে গেলেন। না, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল টিমে খেলেন না। তিনি কোচ। এবারের কোপা আমেরিকা শুরু হওয়ার মাসখানেক আগে মে মাসের মাঝামাঝি জেসে মার্শ কানাডার জাতীয় ফুটবল টিমের কোচের দায়িত্ব নিয়েছেন। আর তাঁর তত্ত্বাবধানে কানাডাও এগিয়ে চলেছে। এই প্রথম কোপা আমেরিকায় খেলতে এসে তারা পৌঁছে গেল সেমিফাইনালে। এবার কানাডা মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনার। গ্রুপ লিগের খেলাতেও দুটি দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ০-২ গোলে হেরে গিয়েছিল কানাডা।   

শনিবার সকালে (ভারতীয় সময়) টেক্সাসের আর্লিংটনে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় গড়াল পেনাল্টি শুট-আউটে। আর পেনাল্টি শুট-আউটে কানাডা ৪-৩ গোলে হারাল ভেনেজুয়েলাকে, যে ভেনেজুয়েলা গ্রুপ লিগের ৩টি ম্যাচই জিতে এসেছিল কোয়ার্টার ফাইনালে।

প্রথমার্ধের ১৩ মিনিটেই কানাডার হয়ে গোল করেন জর্জ শাফেলবুর্গ। ‘মেরিটাইম মেসি’ নামে খ্যাত শাফেলবুর্গের ডান পায়ের শট ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমোকে পরাস্ত করে ডান দিকের পোস্টের কোণ ঘেঁষে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভেনেজুয়েলার সালোমোন রোন্দোন সমতা ফেরান। খন আরামবুরুর কাছ থেকে বল পেয়ে রোন্দোন ৩৫ গজ দূর থেকে ডান পায়ে যে দুর্দান্ত শট নেন তা কানাডার গোলের মাঝখান দিয়ে ঢুকে যায়। এর পর দু’ পক্ষই গোল করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকায় শুরু হয় পেনাল্টি শুট-আউট।

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

প্রথম পেনাল্টি শট নেয় ভেনেজুয়েলা। সালোমোন রোন্দোনের শটে তারা এগিয়ে যায় ১-০ গোলে।

এবার কানাডার পালা। কানাডার হয়ে গোল করেন জোনাথন ডেভিড। ফল ১-১।

পেনাল্টি মিস করল ভেনেজুয়েলা। ইয়ানগেল হেরেরার ডান পায়ের শট লাগল বাঁদিকের পোস্টে। ফল রইল ১-১।

কানাডাও মিস করল। লিয়াম মিলারের শট ক্রসবারের উপর দিয়ে চলে গেল। ফল রইল ১-১।

এবার ভেনেজুয়েলা গোল পেল। টোমাস রিনকনের ডান পায়ের শট ঢুকে গেল কানাডার গোলে। ভেনেজুয়েলা এগিয়ে গেল ২-১ গোলে।  

কানাডাও গোল করল। ময়সে বোমবিতো তাঁর ডান পায়ের শটে পরাস্ত করলেন ভেনেজুয়েলার গোলকিপারকে। ফল ২-২।

এবার ভেনেজুয়েলার পালা। খেফারসন সাবারিনোর শট বাঁচিয়ে দিলেন কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপিউ। ফল রইল ২-২।

কানাডার স্টিফেন এউস্তাকুইয়ের শট বাঁচিয়ে দিলেন ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমো। ফল রইল ২-২।

এবার ভেনেজুয়েলার গোল। খোনদের কাদিজের গোলে ভেনেজুয়েলা এগিয়ে গেল ৩-২ গোলে।

কানাডা সমতা ফেরাল। অ্যালফানসো ডেভিসের শট ঢুকে গেল ভেনেজুয়েলার গোলে। ফল দাঁড়াল ৩-৩।

ভেনেজুয়েলার ছ’ নম্বর পেনাল্টি কিক। বাঁচিয়ে দিলেন কানাডার গোলকিপার। ফল থাকল ৩-৩-এ।

এবার কানাডা তাদের ছ’ নম্বর পেনাল্টি কিকে বাজিমাত করল। গোল করলেন ইসমাইল কোনে। পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে জিতে কানাডা চলে গেল সেমিফাইনালে।  

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: পর্তুগালকে পেনাল্টি শুট-আউটে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে স্পেনের মুখে

কোপা আমেরিকা ২০২৪: মেসির মিস, তবু পেনাল্টি শুট-আউটে একুয়াদোরকে হারিয়ে আর্জেন্তিনা সেমিফাইনালে    

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ডুরান্ড কাপ ২০২৪: গুরমিতের হাতের গুণে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড

মোহনবাগান এসজি: ২ (কামিংস, সাহাল)নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারাই, গিলেরমো)(টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী নর্থইস্ট) কলকাতা: বারবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?