কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিলেন কুয়াদ্রাত। এবারের আইএসএলে দলের পারফরমেন্সের দায় নিজের কাঁধে নিয়ে কোচের দায়িত্ব থেকে সরে গেলেন তিনি। ক্লাবকর্তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত বিনো জর্জ প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।
এবারের আইএসএল-এ লাল-হলুদ বাহিনীর শুরুটা একদমই ভালো হয়নি। ৩টে ম্যাচের একটিতেও জিততে তো পারেইনি, বরং সবকটিতেই হেরেছে। তেরো দলের প্রতিযোগিতায় আপাতত লিগ টেবিলে ইস্টবেঙ্গল রয়েছে দ্বাদশ স্থানে। শুক্রবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে এফসি গোয়ার কাছে হারের পরে গ্যালারি থেকে স্লোগান ভেসে আসে ‘কার্লেস কুয়াদ্রাত গো ব্যাক’। সেদিন অবশ্য কিছু জানাননি লাল-হলুদ কোচ। অবশেষে সোমবার তিনি পদত্যাগ করেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।
সোমবার এক বিবৃতিতে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ বলেছে, “প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কার্লেস কুয়াদ্রাতের চলে যাওয়ার কথা দুঃখের সঙ্গে ঘোষণা করছে ইস্টবেঙ্গল এফসি। আপাতত দলের প্রধান কোচ হবেন বিনো জর্জ। যথাসময়ে আরও ঘোষণা করা হবে।” ইস্টবেঙ্গলের যে দল এখন কলকাতা লিগে খেলছে তার কোচ বিনো। তাঁর কোচিংয়ে কলকাতা লিগে দুর্দান্ত খেলছে ইস্টবেঙ্গল। তারা এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। ইস্টবেঙ্গলকেই এ বছরের সম্ভাব্য লিগজয়ী হিসাবে ধরা হচ্ছে।
কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে থেকেই এ বছরের গোড়ায় কলিঙ্গ সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। এর আগে তাঁরই তত্ত্বাবধানে গতবারের ডুরান্ড কাপে রানার্স হয় তারা। ইস্টবেঙ্গল তাদের বিবৃতিতে কুয়াদ্রাতের এই সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছে এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।
আরও পড়ুন
আইএসএল: প্রাক্তনী বোরহা হেরেরার হ্যাটট্রিকে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের