Homeখেলাধুলোফুটবলআইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো...

আইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো জর্জ

প্রকাশিত

কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিলেন কুয়াদ্রাত। এবারের আইএসএলে দলের পারফরমেন্সের দায় নিজের কাঁধে নিয়ে কোচের দায়িত্ব থেকে সরে গেলেন তিনি। ক্লাবকর্তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত বিনো জর্জ প্রধান কোচের দায়িত্ব সামলাবেন।

এবারের আইএসএল-এ লাল-হলুদ বাহিনীর শুরুটা একদমই ভালো হয়নি। ৩টে ম্যাচের একটিতেও জিততে তো পারেইনি, বরং সবকটিতেই হেরেছে। তেরো দলের প্রতিযোগিতায় আপাতত লিগ টেবিলে ইস্টবেঙ্গল রয়েছে দ্বাদশ স্থানে। শুক্রবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে এফসি গোয়ার কাছে হারের পরে গ্যালারি থেকে স্লোগান ভেসে আসে ‘কার্লেস কুয়াদ্রাত গো ব্যাক’। সেদিন অবশ্য কিছু জানাননি লাল-হলুদ কোচ। অবশেষে সোমবার তিনি পদত্যাগ করেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ বলেছে, “প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কার্লেস কুয়াদ্রাতের চলে যাওয়ার কথা দুঃখের সঙ্গে ঘোষণা করছে ইস্টবেঙ্গল এফসি। আপাতত দলের প্রধান কোচ হবেন বিনো জর্জ। যথাসময়ে আরও ঘোষণা করা হবে।” ইস্টবেঙ্গলের যে দল এখন কলকাতা লিগে খেলছে তার কোচ বিনো। তাঁর কোচিংয়ে কলকাতা লিগে দুর্দান্ত খেলছে ইস্টবেঙ্গল। তারা এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি। ইস্টবেঙ্গলকেই এ বছরের সম্ভাব্য লিগজয়ী হিসাবে ধরা হচ্ছে।  

কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে থেকেই এ বছরের গোড়ায় কলিঙ্গ সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। এর আগে তাঁরই তত্ত্বাবধানে গতবারের ডুরান্ড কাপে রানার্স হয় তারা। ইস্টবেঙ্গল তাদের বিবৃতিতে কুয়াদ্রাতের এই সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছে এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

আরও পড়ুন

আইএসএল: প্রাক্তনী বোরহা হেরেরার হ্যাটট্রিকে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের  

সাম্প্রতিকতম

খিদিরপুর ২৫ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, প্রকল্প প্রচারে পড়ুয়ারা

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম লেখা প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু বৃহস্পতিবার কলকাতার খিদিরপুর...

ধর্ষণ আইনে ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই’, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে 'বৈবাহিক ধর্ষণ'কে ধর্ষণ আইনে অপরাধ হিসেবে...

দুর্গোৎসব ২০২৪: জনাই-বাকসা চৌধুরী পরিবারে মা দুর্গা চতুর্ভুজা, প্রতিমার কাঠামোয় রয়েছেন কৃষ্ণ-রাধা

বাংলার বহু ইতিহাসের সাক্ষী সরস্বতী নদী। এই নদীর তীরেই পর্তুগিজরা একসময় বসতি গড়ে তোলে।...

মিলল না কোনওরকম রক্ষাকবচ, পঙ্কজ দত্তের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি...

আরও পড়ুন

আইএসএল: মোহনবাগানের রক্ষণ বেআব্রু করে ৩-০ গোলে জিতল বেঙ্গালুরু, রেকর্ড গড়লেন সুনীল ছেত্রী

বেঙ্গালুরু এফসি: ৩ (এডগার মেনডেজ, সুরেশ সিং ওয়াংজাম, সুনীল ছেত্রী) মোহনবাগান সুপার জায়েন্ট: ০ বেঙ্গালুরু: আইএসএল-এ...

আইএসএল: প্রাক্তনী বোরহা হেরেরার হ্যাটট্রিকে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের  

গোয়া এফসি: ৩ (বোরহা হেরেরা হ্যাটট্রিক) ইস্টবেঙ্গল এফসি: ২ (মাদি তালাল, ডেভিড লাললানসাঙ্গা) কলকাতা: গত মরশুমে...

আইএসএল: চেন্নাইকে হারিয়ে এবারের অভিযানে জয়ের মুখ দেখল মহমেডান  স্পোর্টিং

মহমেডান স্পোর্টিং এসসি: ১ (লালরেমসাঙ্গা ফানাই) চেন্নাইয়িন এফসি চেন্নাইয়িন এফসি:০ চেন্নাই: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নবাগত...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?