subhash-bhowmick

কলকাতা: আগের ম্যাচেই নষ্ট হয়েছে ২ পয়েন্ট। স্বাভাবিক ভাবেই মঙ্গলবার পাঠচক্রর বিরুদ্ধে ৩ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া লালহলুদ। কিন্তু সমস্যা অনেক। আগের ম্যাচেই দেখা গেছে দলে গোল করার লোকের অভাব। এই পরিস্থিতিতে পুরো ফিট না হওয়া সত্ত্বেও মঙ্গলবার মাঠে নামতে হতে পারে জবি জাস্টিনকে।

শুধু জাস্টিনই নন। চোট নিয়েই মাঠে নামবেন কমলপ্রীত ও লালরিন্দিকা। আসলে কোনো ঝুঁকি নিতে চাইছেন না টিডি সুভাষ ভৌমিক।

এ সবের পাশাপাশি বড়ো প্রশ্ন মঙ্গলবার আমনা প্রথম থেকে নামবেন কি না? সূত্রের খবর, কর্তাদের চাপে পাঠচক্রর বিরুদ্ধে প্রথম থেকেই নামবেন সিরিয়ান মিডফিল্ডার। এখন দেখার, কর্তাদের চাপে সুভাষ নিজের জেদ ছেড়ে আমনাকে প্রথম থেকে নামান কিনা। আগের দুই ম্যাচেই দেখা গেছে আমনা নামার পরেই ইস্টবেঙ্গলের চেহারা বদলে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন