ucl

ওয়েবডেস্ক: চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পর্ব শেষ হয়েছে। এ বার লড়াই কোয়ার্টার ফাইনাল রাউন্ডের। শুক্রবার প্রকাশিত হল ২০১৮-১৯ মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি।

দেখে নিন কাঁদের মুখোমুখি হবেন রোনাল্ডো, মেসি, পোগবারা।

১। প্রথম কোয়ার্টার ফাইনাল – আয়াখস বনাম জুভেন্তাস।

২। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল – লিভারপুল বনাম পোর্তো।

৩। তৃতীয় কোয়ার্টার ফাইনাল – টটেনহ্যাম বনাম ম্যান সিটি।

৪। চতুর্থ কোয়ার্টার ফাইনাল – ম্যানইউ বনাম বার্সেলোনা।

 

প্রথম লেগের খেলাগুলি হবে যথাক্রমে ৯ এবং ১০ এপ্রিল। অন্যদিকে দ্বিতীয় লেগ গুলি ১৬ এবং ১৭ এপ্রিল।

সেমিফাইনালে প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ীর সামনে তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ীর সামনে চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী।

উল্লেখ্য, ম্যানইউ এবং ম্যান সিটি দু’টিই একই শহরের দল। কিন্তু একই দিনে বা পর পর দুটি দিনে তারা এক সঙ্গে হোম ম্যাচ খেলতে পারবে না।

তাই যেহেতু গতবার ঘরোয়া লিগ তালিকায় ম্যানইউ সিটির পরে ছিল। তাই প্রথম লেগটি ম্যানইউ নিজেদের মাঠে খেলবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here