ওয়েবডেস্ক: ইপিএলে এবার প্রথম চারে শেষ করতে পারেনি চেলসি। তাই তারা আগামী চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না। তারকা ফুটবলার কি সেটা মেনে নিয়ে থাকতে পারেন? তাই দল ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।
ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ হোসে মৌরিনো যখন চেলসির কোচ ছিলেন তখন কোচিং রিয়েছিলেন তাঁকে। এবার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে উইলিয়ানের দুরন্ত ফর্ম দেখে তাঁকে আবার কোচিং করানোর ইচ্ছা হয়েছে মৌরিনোর। ফলে উইলিয়ানকে নিতে উদগ্রীব ম্যান ইউ।
এর মধ্যেই আসরে নেমেছে মেসির বার্সেলোনা। তাঁদের কাছে উইলিয়ানের জন্য ৮০ মিলিয়ন ইউরো চেয়েছে চেলসি। অত টাকা বার্সা দিতে রাজি নয়। তাঁর চাইছে ৬০ মিলিয়ন দিতে সঙ্গে দিতে চাইছে আন্দ্রে গোমেজকে। জোর কদমে কথা চলছে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে। তবে বার্সার পক্ষে খুশির খবর, উইলিয়ান নিজে ক্যাম্প নৌ-তে যেতে আগ্রহী। তিনি নিজের এজেন্টকে সেই মতো সক্রিয় হতে বলেছেন।
https://youtu.be/Y4JHpoJIzD4
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।