cfc

ওয়েবডেস্ক: লিভারপুলে থাকাকালীন ইপিএলে অন্যতম সেরা ফুটবলার ছিলেন ফিলিপ কুতিনহো। তাঁকে লিভারপুল থেকে ২০১৮-য় দলে নেয় বার্সেলোনা। নতুন দলে ভালো শুরু করলেও, ধীরে ধীরে ধারাবাহিকতা এবং চোটের কারণে ফর্ম হারাতে থাকেন তিনি। তাঁকে নিয়ে বিরক্ত বার্সেলোনা ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরাও।

ইউরোপে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, কুতিনহোকে ছেড়ে দিতে চায় বার্সা। ইতিমধ্যেই আতলেতিকো মাদ্রিদের গ্রিজম্যানের সঙ্গে পাকা কথা সাড়া বার্সার। আর এই চুক্তির সঙ্গেই কুতিনহোকে আতলেতিকোকে দিতে ইচ্ছুক তারা। কিন্তু আতলেতিকো কোচ দিয়েগো সিমিয়ন কুতিনহোকে নেওয়ার ব্যাপারে ইচ্ছুক নন।

coutinho

অন্য দিকে তালিকায় রয়েছে ইপিএল জায়েন্ট চেলসিও। তারা কুতিনহোকে নিতে ইচ্ছুক। তবে এই মুহূর্তে ট্রান্সফার ব্যান রয়েছে চেলসির। যদি সেই নির্বাসন উঠে যায়, তাহলে ১৪ কোটি পাউন্ডে কুতিনহোকে দলে নিতে পারে লন্ডনের ক্লাবটি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here