কোলোম্বিয়া: ২ (দানিয়েল মুনোজ, জেফেরসন লের্মা) প্যারাগুয়ে: ১ (খুলিও এনসিসো)
খবর অনলাইন ডেস্ক: প্যারাগুয়ের বিরুদ্ধে কোলোম্বিয়ার হয়ে গোল করলেন দানিয়েল মুনোজ এবং জেফেরসন লের্মা। কিন্তু এই ম্যাচের আসল নায়ক দলের অধিনায়ক জেমস রডরিগুয়েজ। তাঁরই সহযোগিতায় গোল করা সম্ভব হল মুনোজ ও লের্মার। ভারতীয় সময় মঙ্গলবার ভোরে টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘ডি’-র খেলায় প্যারাগুয়েকে ২-১ গোলে হারাল কোলোম্বিয়া।
প্রথমার্ধেই কোলোম্বিয়ার ২টি গোল
২০১৪-এর বিশ্বকাপ ফুটবলে নিজের পারফরমেন্স দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন রডরিগুয়েজ। ৩২ বছরের মিডফিল্ডার কোপা আমেরিকায় খেলতে নামার আগে মাসদুয়েক ব্রাজিলের ক্লাব সাও পাওলোর হয়ে খেলেন। সেই রডরিগুয়েজ এ দিনের ম্যাচের ৩২ মিনিটে প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম গোল করার রাস্তা খুলে দিলেন। বাঁদিক থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে দূরের পোস্টের কাছে থাকা দানিয়েল মুনোজকে লক্ষ্য করে ক্রস বাড়ান। মুনোজের হেড প্যারাগুয়ের গোলকিপার রডরিগো মোরিনিগোকে পরাস্ত করে নিচু হয়ে গোলে ঢুকে যায়।
১০ মিনিট পরে আবার গোল। ফাউল করেন প্যারাগুয়ের খুলিও এনসিসো। কোলোম্বিয়ার হয়ে ফ্রি-কিক নেন রিচার্দ রিওস। তাঁর ফ্রি-কিক পেয়ে যান রডরিগুয়েজ। তিনি বক্সের মাঝখানে থাকা জেফেরসন লের্মাকে লক্ষ্য করে ক্রস বাড়ান। সেই ক্রসে হেড দিয়ে গোল করেন লের্মা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে কোলোম্বিয়া।
দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের ১টি গোল শোধ
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমানে সমানে খেলা চলতে থাকে। গোল করার শোধ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে প্যারাগুয়ে। সেই সুযোগও পায়। ম্যাচের ৬৯ মিনিটে একটা গোল শোধ করে তারা। রামন সোসার কাছ থেকে ক্রস করে ছ’ গজি বক্সের ডান দিক থেকে ডান পায়ে যে শট নেন খুলিও এনসিসো, তা কোলোম্বিয়ার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।
এর পরে দুটি দলই আপ্রাণ চেষ্টা করে গোল করার। কোলোম্বিয়া চেষ্টা করতে থাকে জয়ের ব্যবধান বাড়ানোর। আর প্যারাগুয়ে চেষ্টা করতে থাকে ম্যাচে সমতা আনার। কিন্তু ফলের কোনো বদল হল না।
আরও পড়ুন
কোপা আমেরিকা ২০২৪: পানামাকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু উরুগুয়ের