Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া

কোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া

প্রকাশিত

কোলোম্বিয়া: ৩ (লুই দিয়াজ, দাভিনসন সানচেজ, খন কোরদোবা) কোস্তা রিকা: ০

খবর অনলাইন ডেস্ক: পর পর ২টি ম্যাচে জয়। প্রথম ম্যাচে পারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছিল কোলোম্বিয়া। শনিবার ভোরে (ভারতীয় সময়) কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল কোলোম্বিয়া। ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘ডি’-তে শীর্ষ স্থানে থাকল কোলোম্বিয়া।

কোলোম্বিয়া কোপা আমেরিকায় শেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০১ সালে। এবারের অভিযানে তারা টানা ১০টি ম্যাচ জিতেছে এবং টানা ২৫টি ম্যাচে হারেনি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে

অ্যারিজোনার গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কোলোম্বিয়ার প্রথম গোলটি আসে প্রথমার্ধের ৩১ মিনিটে পেনাল্টি থেকে। কোস্তা রিকার গোলকিপার প্যাট্রিক সেকুইয়েরা নিজেদের বক্সের মধ্যে কোলোম্বিয়ার খন কোরদোবাকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল দেন লিভারপুরের উইঙ্গার লুই দিয়াজ।

কোস্তা রিকা গোল শোধের চেষ্টা করে, কিন্তু তাদের পক্ষে ইতিবাচক কিছু ঘটেনি। প্রথমার্ধে কোলোম্বিয়া ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে ২টি গোল

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কোস্তা রিকা। ৪৭ মিনিটে কোস্তা রিকার ওরলান্দো গালো কোলোম্বিয়ার বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ে যে শট নেন তা ডান দিকের পোস্টের কিছুটা দূর দিয়ে বেরিয়ে যায়।

ইতিমধ্যে আবার আক্রমণে উঠে আসে কলোম্বিয়া। ৩ মিনিটের ব্যবধানে তারা ২টি গোল পেয়ে যায়। ৫৯ মিনিটে খন আরিয়া যে কর্নার শট নেন, কোস্তা রিকার ডিফেন্ডার খুয়ান পাবলো বার্গাসকে কাটিয়ে তাতে হেড করেন দাভিনসন সানচেজ। সানচেজের হেড সেকুইয়েরাকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

ম্যাচের ৬২ মিনিটে আবার গোল। অনেকটা দৌড়ে এসে জেমস রদরিগুয়েজের লম্বা পাস ধরে ঠান্ডা মাথায় কোস্তা রিকার গোলে ঢুকিয়ে দেন খন কোরদোবা। ৩-০ গোলে এগিয়ে যায় কোলোম্বিয়া।

জয়ের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে কোস্তা রিকা। ম্যাচের অতিরিক্ত সময়ের ১ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল কোস্তা রিকা। কিন্তু বক্সের ডান দিক থেকে জেফেরসন ব্রেনেসের ডান পায়ের শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে গোলের মালা পরিয়ে শেষ ৮-এর পথে অনেকটাই এগিয়ে থাকল উরুগুয়ে 

সাম্প্রতিকতম

আন্তর্জাতিক মাস্টার্স লিগে অধিনায়ক সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারা

প্রথম বারের মতো আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক মাস্টার্স লিগ (IML)। এই প্রতিযোগিতায় অংশ নিতে...

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিবিআইয়ের তালিকায় নাম দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেরও

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। সিবিআইয়ের হাতে এসেছে একটি তালিকা, যেখানে নাম রয়েছে...

ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক’ আরোপের ফলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, কী ভাবে

এখন থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি এই...

সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার দুই মৎস্যজীবী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হলেন দুই...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

আইএসএল ২০২৪-২৫: ম্যাকলারেনের জোড়া গোল, সঙ্গী কোলাসো, পঞ্জাবকে হেলায় হারিয়ে প্লে অফে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, লিস্টন কোলাসো) ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে