Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া

কোপা আমেরিকা ২০২৪: কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোলোম্বিয়া

প্রকাশিত

কোলোম্বিয়া: ৩ (লুই দিয়াজ, দাভিনসন সানচেজ, খন কোরদোবা) কোস্তা রিকা: ০

খবর অনলাইন ডেস্ক: পর পর ২টি ম্যাচে জয়। প্রথম ম্যাচে পারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছিল কোলোম্বিয়া। শনিবার ভোরে (ভারতীয় সময়) কোস্তা রিকাকে ৩-০ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল কোলোম্বিয়া। ২টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘ডি’-তে শীর্ষ স্থানে থাকল কোলোম্বিয়া।

কোলোম্বিয়া কোপা আমেরিকায় শেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০১ সালে। এবারের অভিযানে তারা টানা ১০টি ম্যাচ জিতেছে এবং টানা ২৫টি ম্যাচে হারেনি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে

অ্যারিজোনার গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কোলোম্বিয়ার প্রথম গোলটি আসে প্রথমার্ধের ৩১ মিনিটে পেনাল্টি থেকে। কোস্তা রিকার গোলকিপার প্যাট্রিক সেকুইয়েরা নিজেদের বক্সের মধ্যে কোলোম্বিয়ার খন কোরদোবাকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল দেন লিভারপুরের উইঙ্গার লুই দিয়াজ।

কোস্তা রিকা গোল শোধের চেষ্টা করে, কিন্তু তাদের পক্ষে ইতিবাচক কিছু ঘটেনি। প্রথমার্ধে কোলোম্বিয়া ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে ২টি গোল

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কোস্তা রিকা। ৪৭ মিনিটে কোস্তা রিকার ওরলান্দো গালো কোলোম্বিয়ার বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ে যে শট নেন তা ডান দিকের পোস্টের কিছুটা দূর দিয়ে বেরিয়ে যায়।

ইতিমধ্যে আবার আক্রমণে উঠে আসে কলোম্বিয়া। ৩ মিনিটের ব্যবধানে তারা ২টি গোল পেয়ে যায়। ৫৯ মিনিটে খন আরিয়া যে কর্নার শট নেন, কোস্তা রিকার ডিফেন্ডার খুয়ান পাবলো বার্গাসকে কাটিয়ে তাতে হেড করেন দাভিনসন সানচেজ। সানচেজের হেড সেকুইয়েরাকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

ম্যাচের ৬২ মিনিটে আবার গোল। অনেকটা দৌড়ে এসে জেমস রদরিগুয়েজের লম্বা পাস ধরে ঠান্ডা মাথায় কোস্তা রিকার গোলে ঢুকিয়ে দেন খন কোরদোবা। ৩-০ গোলে এগিয়ে যায় কোলোম্বিয়া।

জয়ের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে কোস্তা রিকা। ম্যাচের অতিরিক্ত সময়ের ১ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল কোস্তা রিকা। কিন্তু বক্সের ডান দিক থেকে জেফেরসন ব্রেনেসের ডান পায়ের শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে গোলের মালা পরিয়ে শেষ ৮-এর পথে অনেকটাই এগিয়ে থাকল উরুগুয়ে 

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

আইএসএল: একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বইয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিল মোহনবাগান

মোহনবাগান: ২ (তিরি – আত্মঘাতী, আলবের্তো রদরিগুয়েজ) মুম্বই সিটি এফসি: ২ (তিরি, থায়ের ক্রৌমা)   খবর...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ডুরান্ড কাপ ২০২৪: গুরমিতের হাতের গুণে টাইব্রেকারে মোহনবাগানকে হারিয়ে ট্রফি জিতে নিল নর্থইস্ট ইউনাইটেড

মোহনবাগান এসজি: ২ (কামিংস, সাহাল)নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারাই, গিলেরমো)(টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী নর্থইস্ট) কলকাতা: বারবার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?