Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: ১০ জনে খেলে উরুগুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে...

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনে খেলে উরুগুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে কোলোম্বিয়া  

প্রকাশিত

কোলোম্বিয়া: ১ (খেফেরসন লেরমা) উরুগুয়ে: ০

খবর অনলাইন ডেস্ক: প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন দানিয়েল মুনোজ। এর পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের আরও ৪ মিনিট, দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের ৮ মিনিট অর্থাৎ ৫৭ মিনিট ১০ জনে খেলে গেল কোলোম্বিয়া। কিন্তু ম্যাচের ফল অপরিবর্তিতই থাকল। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলোম্বিয়া। ফাইনালে তারা লিওনেল মেসির আর্জেন্তিনার মুখোমুখি হবে।      

বৃহস্পতিবার সকালে (ভারতীয় সময়) নর্থ ক্যালোরিনার শার্লটে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কোলোম্বিয়া ও উরুগুয়ের মধ্যে খেলায় একটাই তফাত ছিল এবং তা হল ম্যাচের ৩৯ মিনিটে কোলোম্বিয়ার গোল করে এগিয়ে যাওয়া। এর পর দুটি দল সমানে সমানে খেলেছে – উরুগুয়ের ১১ জন বনাম কোলোম্বিয়ার ১০ জন। ফলের কোনো পরিবর্তন হয়নি।

প্রথমার্ধেই জয়সূচক গোল কোলোম্বিয়ার

দুটি দলই গোড়া থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করে। তবু তারই মধ্যে উরুগুয়েকে একটু বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের ১১ ও ১৫ মিনিটে গোল করার সুযোগ পান কোলোম্বিয়ার ইভান কোরদোবা ও দানিয়েল মুনোজ। দুটি ক্ষেত্রেই সাহায্য করেছিলেন লুই দিয়াজ। কিন্তু কাজে আসেনি। ১৬ মিনিটে সুযোগ আসে উরুগুয়ের কাছে। কিন্তু সেই সুযোগ মিস করেন দারউইন নুনেজ।

এ ভাবেই খেলা চলতে থাকে। ইতিমধ্যে ৩১ মিনিটে উরুগুয়ের রোনাল্ড আরাউখোকে বিশ্রী ভাবে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন মুনোজ। ৮ মিনিট পরেই গোল পেয়ে যায় কোলোম্বিয়া। কর্নার থেকে দুর্দান্ত ক্রস বাড়ান খামেশ রদরিগুয়েজ। সেই ক্রসে হেড করে কোলোম্বিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন খেফেরসন লেরমা। এই নিয়ে এবারের কোপা টুর্নামেন্টে দলের হয়ে ৬টি গোলের ক্ষেত্রে মুখ্য সহযোগিতার ভূমিকা পালন করলেন রদরিগুয়েজ এবং তিনি এ ব্যাপারে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন।

দানিয়েল মুনোজের দ্বিতীয় হলুদ কার্ড

ম্যাচে এর পরের ঘটনা দানিয়েল মুনোজের দ্বিতীয়বার হলুদ কার্ড দেখা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে উরুগুয়ের মানুয়েল ইউগার্তের বুকে কনুই দিয়ে ধাক্কা মারেন মুনোজ। ফলে আবার হলুদ কার্ড দেখে তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। কোলোম্বিয়া ১০ জনে হয়ে যায়। ম্যাচের বাকি সময়টা ১০ জনে লড়াই চালিয়ে উরুগুয়ের বিরুদ্ধে জয় ধরে রাখে কোলোম্বিয়া।  

আরও পড়ুন  

ইউরো কাপ ২০২৪: ওয়াটকিন্সের গোলে এল জয়, ডাচদের হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড  

কোপা আমেরিকা: এবারের টুর্নামেন্টে মেসির প্রথম গোল, কানাডাকে হারিয়ে আর্জেন্তিনা ফাইনালে    

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট নির্মাণ কাজের কারণে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সীমিত করা হয়েছে। এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তুলল  

কলকাতা: অবশেষে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল এফসি। এ বারের আইএসএল-এ সপ্তম ম্যাচে তারা পেল...

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ খুব করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ...

লেবাননের নেজমেহকে ৩-২ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল  

থিম্পু (ভুটান): এগারো বছর পর এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার গ্রুপ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে