কোস্তা রিকা: ২ (ফ্রান্সিসকো কালবো, খোসিমার আলকোসের) পারাগুয়ে: ১ (রামোন সোসা)
খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘ডি’-র ম্যাচে পারাগুয়েকে হারিয়েও লাভ হল না কোস্তা রিকার। গ্রুপে তৃতীয় স্থানে থেকে এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিল তারা। গ্রুপ ‘ডি’-র আর-একটি ম্যাচ ব্রাজিল ও কোলোম্বিয়া ১-১ গোলে অমীমাংসিত রেখে কোয়ার্টার ফাইনালে চলে গেল।
বুধবার সকালে (ভারতীয় সময়) টেক্সাসের নর্থ অস্টিনে কিউটু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে পারাগুয়েকে ২-১ গোলে হারাল কোস্তা রিকা।
ম্যাচের ৭ মিনিটের মধ্যেই ২ গোল করে এগিয়ে যায় কোস্তা রিকা। তৃতীয় মিনিটে পারাগুয়ের বক্সে থেকে ফ্রান্সিসকো কালবো যে হেড করেন, তা সোজা ঢুকে যায় তাদের গোলে। এর ৪ মিনিট পরেই কোস্তা রিকার আবার গোল। ১৯ বছরের খেলোয়াড় খোসিমার আলকোসের পারাগুয়ের বেশ কিছু খেলোয়াড়কে কাটিয়ে তাদের গোল লক্ষ্য করে যে শট নেন তার তল পাননি পারাগুয়ের গোলকিপার।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ১টি গোল শোধ করে পারাগুয়ে। বল ড্রিবল্ করে কোস্তা রিকার বক্সে ঢুকে পড়েন মাথিয়াস বিলাসান্তি। তিনি পাস বাড়িয়ে দেন রামোন সোসাকে। সোসা সোজা বল ঢুকিয়ে দেন কোস্তা রিকার গোলে। এর পর দু’ পক্ষই গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফল একই থাকে।
আরও পড়ুন
কোপা আমেরিকা ২০২৪: ম্যাচ ১-১ ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, কোলোম্বিয়া