ron-ras-together

ওয়েবডেস্ক: তিনি বড়ো ফুটবলারের সঙ্গে যে একজন বড়ো মনের মানুষও তা ফের প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড় রোনাল্ডো এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ব্যস্ত। তবে তারই মাঝে নিজের উদার মনের ফের প্রমাণ দিলেন তিনি।

রেয়াল মাদ্রিদের আসার আগে ছয় মরশুম তিনি খেলেছেন ইংল্যান্ডের অন্যতম সেরা দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। সেই দলেরই এই মুহূর্তে অন্যতম সেরা উঠতি তারকা ২০ বছর বয়সি মার্কস র‍্যাশফর্ড। গত সপ্তাহে তাঁর দল এফএ কাপের ফাইনালে উঠেছে। পরিবর্তিত খেলোয়াড় হিসাবে তাঁর পারফর্মেন্স ভালোই ছিল।

সেই কারণে নিজের সই করা জার্সি র‍্যাশফর্দকে উপহার দিলেন সি আর সেভেন। যেখানে তিনি লিখেছেন,”ভালো কাজ চালিয়ে যাও”। চলতি মাসের শুরুতেও নিজের এক জোড়া ‘নাইক এয়ার ম্যাক্স ৯৭ সি আর সেভেন ট্রেইনার’ বুট র‍্যাশফর্ডকে পাঠিয়েছিলেন রোনাল্ডো।

নতুন পাওয়া সেই জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনাল্ডোকে ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের তারকা র‍্যাশফর্ড।

jersey-wish-by-cr7

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here