ওয়েবডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল ক্রোয়েশিয়া। অবশ্য ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় তারা। কিন্তু সারা টুর্নামেন্ট জুড়েই তাদের দৃষ্টিনন্দন ফুটবল আকর্ষণ করেছিল ফুটবলপ্রেমীদের। একইসঙ্গে গ্রুপ পর্যায়ের ম্যাচে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার আর্জেন্তিনাকে নাস্তানবুদ করে তারা। সেই ম্যাচে মাঠে খুঁজেই পাওয়া যায়নি তারকা ফুটবলার লিও মেসিকে। ক্রোয়েশিয়ার ট্যাকটিকাল ফুটবলের সামনে আটকে যান তিনি। সম্প্রতি ‘গোল ডট কম’কে সেই বিষয় নিয়েই জানালেন ক্রোয়েশিয়ার কোচ জলাতকো ডালিচ।
তিনি বলেন, “আমার কাছে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। এবং সেটা ও প্রতি সপ্তাহেই দেখাচ্ছে। বার্সেলোনা জার্সির থেকেও আর্জেন্তিনা জার্সিতে মেসির খেলা বেশি কষ্টের। এবং আমরা আর্জেন্তিনা দলের সেই দুর্বলতাগুলিকেই কাজে লাগিয়েছিলাম। আমাদের মূল চাবিকাঠি ছিল শৃঙ্খলা এবং নিজেদের ট্যাকটিকাল খেলাটা খেলে যাওয়া। আমরা মেসির কাছে বল পৌছাতে দিইনি। এবং সেই জায়গাগুলো চেপে দিয়েছিলাম, যেখানে মেসি বল নিয়ে বিপদ তৈরি করতে পারে। মেসি যতটা ভালো, তেমনই ফুটবলও দলগত খেলা। এবং যদি একটা দল ভালো খেলে, তা হলে একজন ফুটবলারের পক্ষে সবকিছু ঘুরিয়ে দেওয়া সহজ হয় না। ক্রোয়েশিয়া আর্জেন্তিনার থেকে সেদিন ভালো দল ছিল”।