এটিকে ৩ (জাবি হার্নান্ডেজ ২, এদু গার্সিয়া ১) চেন্নাই ১ (ভালস্কিস)
গোয়া: সৌরভ গঙ্গোপাধ্যায়ের করা বিজ্ঞাপনটি যে এই ভাবে মিলে যাবে তা অনেকেই বোধহয় ভাবতে পারেননি। তিন বছর পর আবার আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হল কলকাতা। এই নিয়ে বার বার তিন বার। আর এই রেকর্ডের পিছনে আন্তোনিও হাবাসের অবদান কখনও ভোলার নয়।
শনিবার গোয়ার মাঠে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চেন্নাই এফসি-কে (Chennaiyin FC) ৩-১ গোলে হারিয়ে দিল এটিকে।
কলকাতা ১০ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায়। জাবি হার্নান্ডেজ (Javi Hernandez) গোল করে এটিকে-কে (ATK) এগিয়ে দেন। তার পর ৪৮ মিনিটে আবার গোল। এ বার এদু গার্সিয়া (Edu Garcia) গোল করেন। কলকাতা ব্যবধান বাড়িয়ে নেয় ২-০ করে।
ম্যাচের ৬৯ মিনিটে নেরিউস ভালস্কিস (nerijus Valskis) গোল করে চেন্নাইয়ের সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে ফের গোল করে যায় কলকাতা।
আরও পড়ুন: সঞ্জয় মঞ্জরেকরের বিরুদ্ধে বড়োসড়ো পদক্ষেপ করল সৌরভ নেতৃত্বাধীন বিসিসিআই
অতিরিক্ত সময়ের ৩ মিনিটে কলকাতার জন্য জয়সূচক গোলটি করেন সেই হার্নান্ডেজ। কলকাতার গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
এই ম্যাচে চেন্নাই জিতলে তারাও কিন্তু তৃতীয় বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হত।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।