football2

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া মরশুমে ইউরোপিয়ান ফুটবলে চমকপ্রদ পারফরমেন্স করেছেন আয়াখসের তরুণ ডিফেন্ডার এবং অধিনায়ক মাথিস ডে লিক্‌ট। শোনা যাচ্ছিল তাঁকে নতুন মরশুমে দলে নিতে পারে বার্সেলোনা। ইতিমধ্যেই ডি লিখটের সতীর্থ ফ্রাঙ্কি ডি জংকে দলে নিয়েছে কাতালান জায়েন্টরা।

deligt600

শেষ হওয়া মরশুমে শুধুমাত্র ঘরোয়া লিগ জিতেছে বার্সেলোনা। ফলে শোনা যাচ্ছে কোচ বদল করতে পারে তারা। আর সেই তালিকায় রয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান। শোনা যাছে তাঁকে দলে নিতে পারলে তাঁর সাহায্যেই নেদারল্যান্ডসের তরুণ ফুটবলার ডে লিক্‌টকে নেওয়ার চেষ্টা চালাতে পারে বার্সেলোনা।

তবে শুধু বার্সা নয়, ডে লিক্‌টকে টার্গেট করেছে বহু বড়ো দল যাঁদের মধ্যে রয়েছে ম্যানইউও। স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, ম্যানইউ-তে নাকি অনেকটাই পাকা ডে লিক্‌ট। মেডিকেল পরীক্ষার ওপর বাকি তাঁর নতুন দলে সই করা।

মেটরোর রিপোর্ট অনুযায়ী ডে লিক্‌ট জানান, “দিনের শেষে আপনি শুধু নিজেকেই দেখেন। রোনাল্ড কোম্যান আমাকে ভালো ভাবে চেনে। তবে ওর বার্সেলোনায় যোগ দেওয়া বড়ো কিছু নয়। বহু দিন ধরেই আমাকে নিয়ে প্রচুর খবর শোনা যাচ্ছিল। এখনও দলবদল শুরু হয়নি। তবে নতুন দলের সঙ্গে প্রাক মরশুমে অনুশীলন করতে ভালোবাসি। সে নতুন ক্লাবই হোক বা বর্তমান ক্লাব আয়াখস। কখন তা হবে জানি না। আশা করি খুব তাড়াতাড়িই হবে”।

এখন দেখার শেষমেশ কোথায় তাঁকে দেখা যায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন