dog

ওয়েবডেস্ক: ফুটবল এগারোজনের খেলা। কিন্তু খেলার মাঝে যদি বিনা অনুমতিতে মাঠে নেমে পড়ে অন্য কোনো খেলোয়াড়? নিয়ম অনুযায়ী খেলার অংশ সে হতে পারবে না। তেমনই হল, যা রীতিমতো শিরোনাম বিশ্ব ফুটবলে। তবে এ ক্ষেত্রে সেই অনুপ্রবেশকারী কোনো মানুষ নয়। আসলে সে একজন ‘কুকুর’।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে হরভজনের টুইটের উত্তর দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা

জর্জিয়া লিগে মুখোমুখি হয়েছিল টরপেদো কুতাইসি এবং ডিলা গোরি। আর সেখানেই এমন কাণ্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে ঢুকে পড়ে সেই কুকুর। যার জন্য তিন মিনিট খেলা বন্ধ থাকে। সিকিওরিটি থেকে শুরু করে দু’দলের খেলোয়াড়রা সবার সঙ্গেই খুনসুটি করতে থাকে সে। শেষমেশ টরপেদো কুতাইসের এক খেলোয়াড়ের নিয়ন্ত্রণে মাঠের বাইরে যায় সে।

ম্যাচের ফলাফল গোলশূন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন