কলকাতা: ইস্টবেঙ্গলে তিনি যেন ডার্বি ম্যান। ২০১৪-১৫ মরশুমে ডার্বির দুদিন আগে কলকাতায় এসে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছিল ৩-১ গোলে। এবার সাতদিন আগেই কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলে চার্লসের বিকল্প ডুডু ওমাগবেনি।
এক বছর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। কিন্তু দেখতে বেশ ঝরঝরেই লাগছে। নিজেও বলছেন, তিনি ফিট। ইস্টবেঙ্গল আইজল থেকে ফিরলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। কলকাতায় শেষ ডার্বি খেলার স্মৃতি অবশ্য ভালো নয়। মোহনবাগানের হয়ে সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। তারপরই কলকাতা থেকে বিদায়। তবে সেসব মনে রাখতে চান না। এই ম্যাচটাকে সনির সঙ্গে তাঁর লড়াই হিসেবেও দেখছেন না।ডুডু প্রমাণ করতে চান, তিনি ফুরিয়ে যাননি।
এদিন বিমাবন্দরে নাইজেরিয় স্ট্রাইকারকে অভ্যর্থনা জানাতে ভিড়ও হয়েছিল যথেষ্ট।অবাক ডুডু সে দৃশ্য ক্যামেরা বন্দিও করে রাখলেন।