Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ডার্বি ম্যাচে মহমেডানকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার ইস্টবেঙ্গলের

আইএসএল ২০২৪-২৫: ডার্বি ম্যাচে মহমেডানকে হারিয়ে সান্ত্বনা পুরস্কার ইস্টবেঙ্গলের

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি: ৩ (নাওরেম মহেশ সিং, সউল ক্রেসপো, ডেভিড লাললানসাঙ্গা) মহমেডান এসসি: ১ (কার্লোস ফ্রাঙ্কা)

কলকাতা: এ বারের আইএসএল প্রায় শেষের মুখে। কোন দল শিল্ড জয় করবে, কোন কোন দল প্লে অফ-এ খেলবে, তা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এ সবের কোনো জায়গাতেই যে তাঁদের প্রিয় দল নেই, তা জানেন ইস্টবেঙ্গল ও মহমেডানের সমর্থকরা। তাঁদের প্রিয় দল লিগ টেবিলের একেবারে শেষের দিকে রয়েছে। মহমেডান রয়েছে একেবারে নীচে, ত্রয়োদশ স্থানে আর ইস্টবেঙ্গল রয়েছে একাদশ স্থানে।

তবু ডার্বি ম্যাচ বলে কথা, ফুটবলপ্রেমীদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও, দু’ দলের সমর্থকদের কাছে তো সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়ে মাত করল ইস্টবেঙ্গল এফসি। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে সাদা-কালো বাহিনীকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ বাহিনী। এই ম্যাচের পরে ২০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করল ইস্টবেঙ্গল আর মহমেডানের থাকল ২০ ম্যাচ থেকে ১১ পয়েন্ট। লিগ টেবিলে দুই দলেরই স্থান অপরিবর্তিত থাকল।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে ১-০

খেলার ফলে কিন্তু বোঝা যাবে না, দুই দলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছিল। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের ২৭ মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের অনবদ্য গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মহেশকে লক্ষ্য করে মাপা পাস বাড়ান বিষ্ণু। মহেশ কঠিন কোণ থেকে মহমেডানের গোল লক্ষ্য করে বাঁ পায়ে যে জোরালো শট নেন, তা আটকানো সম্ভব হয়নি গোলকিপারের পক্ষে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ ফলে।

isl EB wins 1 17.02

জয়ের পরে উচ্ছ্বাস। ছবি: সঞ্জয় হাজরা।

দ্বিতীয়ার্ধে ফল দাঁড়াল ৩-১

দ্বিতীয়ার্ধে দুই দল সমানে সমানে লড়াই চালিয়ে যেতে থাকে। আর এর ফল পায় দুই দলই। ম্যাচের ৬৫ মিনিটে ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার ব্যবধান বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো। বক্সের মাঝখানে থাকা ক্রেসপোকে লক্ষ্য ক্রস পাঠান মেসি বৌলি। সেই ক্রস পেয়ে ডান পায়ের নিচু শটে মহমেডানের গোলের বাঁ দিকের কোণ দিয়ে জালে জড়িয়ে দেন ক্রেসপো।

তিন মিনিট পরেই ব্যবধান কমান মহমেডানের ব্রাজিলীয় স্ট্রাইকার কার্লোস ফ্রাঙ্কা। সাময়িক ভাবে ছন্দ হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সুযোগে বাংলার স্ট্রাইকার রব হাঁসদা নিখুঁত পাস বাড়ান ফ্রাঙ্কোর উদ্দেশে। ফ্রাঙ্কো নিচু শটে ইস্টবেঙ্গলের গোলকিপারকে পরাস্ত করেন। ইস্টবেঙ্গলের চূড়ান্ত গোলটি আসে ম্যাচের ৮৯ মিনিটে। ডেভিড লাললানসাঙ্গার গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়ে যায় ইস্টবেঙ্গল।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে