কলকাতা: ঘরের মাঠে এফকে আরকাদাগ-এর কাছে ০-১ গোলে হেরে গেল লাল-হলুদ বাহিনী।
বুধবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল তুর্কমেনিস্তানের ফুটবল দল এফকে আরকাদাগ-এর। সেই ম্যাচে ১-০ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।

না, গোল হল না। দুর্ভাগ্য ইস্টবেঙ্গলের। ছবি: সঞ্জয় হাজরা।
গোটা ম্যাচটা দুই দলই সমানে সমানে খেলেছে। কিন্তু ফয়সালা হল প্রথমার্ধের ১০ মিনিটে আরকাদাগ-এর ওয়াই গুরবানও-এর গোলে। এর পর ম্যাচ সমতা আনার আপ্রাণ চেষ্টা করে লাল-হলুদ বাহিনী। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
২০২৪-এর সুপার লিগ জিতে এএফসি ক্লাব প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ইস্টবেঙ্গল। গ্রুপ লিগে ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থানে ছিল তারা। অন্য দিকে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষস্থানে ছিল আরকাদাগ। ফলে কোয়ার্টার ফাইনালে দুটি দল মুখোমুখি হয়। এ বার সেকেন্ড লেগের ম্যাচের জন্য অস্কার ব্রুজোঁর দল ১২ মার্চ তুর্কমেনিস্তান যাবে।