Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

প্রকাশিত

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি: ০

হায়দরাবাদ এফসি: ৩ (আলান ডিসুজা মিরান্দা, রামলুনছুঙ্গা, জোসেফ সানি) মহমেডান এসসি: ১ (মকন চোথে)

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এর টেবিলে যে দলগুলো একেবারে নীচের দিকে রয়েছে তারাই শনিবার মুখোমুখি হয়েছিল। সেই প্রতিদ্বন্দ্বিতাতেও কলকাতার দু’টি দলই আবার পরাজয়ের মুখ দেখল। প্লে অফে যাওয়ার অতি মৃদু আশা ছিল ইস্টবেঙ্গলের। চেন্নাইয়িন এফসি-র কাছে ৩-০ গোলে হেরে আশাভঙ্গ হল তাদের। আর এই নিয়ে টানা তিন ম্যাচ পরাজিত হয়ে হারের হ্যাটট্রিক করল মহমেডান স্পোর্টিং ক্লাব। তারা হায়দরাবাদ এফসি-র কাছে হারল ৩-১ গোলে।

এ দিনের পর ইস্টবেঙ্গল নেমে গেল একাদশ স্থানে। ১৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট থাকল ১৮-তেই। আর চেন্নাইয়িন এফসি ২০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে উঠে এল দশম স্থানে। মহমেডানকে হারিয়ে এ দিন ৩ পয়েন্ট ঘরে তুলল হায়দরাবাদ এফসি। ১৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট দাঁড়াল ১৬। আর এ দিনের হাওরের পরে মহমেডান স্পোর্টিং থাকল একেবারে শেষ তথা ত্রয়োদশ স্থানে। ১৯ ম্যাচ থেকে তাদের পয়েন্ট থাকল ১১ পয়েন্টেই।

isl EB lost to chennai 1 09.02

ইস্টবেঙ্গল-চেন্নাইয়িন ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সঞ্জয় হাজরা।

রক্ষণভাগের দুর্বলতার খেসারত দিল ইস্টবেঙ্গল

আইএসএল-এর এ বারের মরশুমে ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার আশা একেবারেই যে ছিল না তা নয়। কিন্তু শনিবার চেন্নাইয়িন এফসি-র কাছে হেরে সেই আশায় জল ঢেলে দিল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন পর নিজেদের রক্ষণে প্রথম সারির খেলোয়াড়দের পেয়েছিল লাল-হলুদ বাহিনী। কিন্তু তাদেরই খারাপ পারফরম্যান্সের খেসারত দিল দল। এক দিকে রক্ষণভাগের দুর্বলতা আর অন্য দিকে গোলের সুযোগ নষ্ট। পরিণামে যা ঘটার তা-ই ঘটল। চেন্নাইয়িনের কাছে ৩-০ গোলে হারতে হল তাদের।  

শনিবার কলকাতার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে শুরুটা ভাল করলেও ২১ মিনিটের মধ্যে দু’টি গোল খাওয়ার পর থেকেই ছন্দহীন হয়ে যায় ইস্টবেঙ্গল। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করে জয় সম্পূর্ণ করল চেন্নাই। এই হারে হতাশ লাল-হলুদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। ম্যাচের পর এক সাংবাদিক সম্মেলনে ব্রুজোন বলেন, এ দিনের ম্যাচে হারের পরে আর প্লে অফে যাওয়ার আশা করছেন না তিনি।            

isl Mohammedan lost 09.02

মহমেডান-হায়দরাবাদ ম্যাচের একটি মুহূর্ত। ছবি Indian Super League ‘X’ থেকে নেওয়া।

হায়দরাবাদ-মহমেডান ম্যাচে সুযোগ নষ্টের প্রতিযোগিতা

শনিবার হায়দরাবাদ এফসি-র কাছে ৩-১ গোলে হেরে গেলেও মহমেডান স্পোর্টিংও গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিল। দু’টি দলের মধ্যে সারা ম্যাচ জুড়ে সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে। দু’টি দলই বহু সুযোগ পেলেও খুব কমই কাজে লাগাতে পারে। তারই মধ্যে তুলনায় বেশি সুযোগ কাজে লাগিয়ে জয় পেল হায়দরাবাদ এফসি।

হায়দরাবাদ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে। ম্যাচের ২৪ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যালান পলিস্তা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে এগিয়ে থাকার ব্যবধান বাড়িয়ে নেন তরুণ ফরোয়ার্ড রামলুনছুঙ্গা। দ্বিতীয়ার্ধে মহমেডান উঠে পড়ে লাগে ম্যাচে সমতা ফেরানোর জন্য। এবং ৭৮ মিনিটের মাথায় তারা তার ফলও পেয়ে যায়। একটি গোল শোধ করেন মহমেডানের পরিবর্ত ফরোয়ার্ড মকান চোঠে। কিন্তু দুর্ভাগ্য মহমেডানের। ম্যাচ শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে হায়দরাবাদের হয়ে তৃতীয় গোল করেন পরিবর্ত ফরোয়ার্ড জোসেফ সানি।

সাম্প্রতিকতম

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

বিচারপতির বাসভবনে নগদ অর্থ, প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল সুপ্রিম কোর্ট, তদন্ত কমিটি গঠন

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে উদ্ধার হওয়া নগদ অর্থ নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিচারপতির বদলির সুপারিশের পাশাপাশি, তাকে আপাতত বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আইএসএল-এর প্লে-অফ সূচি ঘোষণা, সেমিত কবে নামছে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের প্লে-অফের সূচি ঘোষিত হল শনিবার। চলতি সপ্তাহে লিগ...

আইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই  

বেঙ্গালুরু: আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল আগেই প্লে অফে চলে গিয়েছিল। ষষ্ঠ...

মোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। গার্ডেনরিচে ‘গার্ডেনরিচ মেরিনার্স’ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় আট থেকে আশি মেতে উঠলেন সবুজ-মেরুন সমর্থকরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে