এফসি গোয়া: ১ (ব্রাইসন ফার্নান্ডেজ) ইস্টবেঙ্গল এফসি: ০
গোয়া: টানা ১১ ম্যাচে অপরাজিত গোয়া এফসি। যাঁর জোড়া গোলে গোয়া হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে, সেই ব্রাইসন ফার্নান্ডেজের একমাত্র গোলে রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেল গোয়া। আর এই জয় পেয়েই বেঙ্গালুরু এফসি ও জামসেদপুর এফসিকে টপকে গোয়া চলে গেল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে।
১৬ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগানের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থাকল গোয়া। আর ইস্টবেঙ্গল থাকল সেই একাদশ স্থানেই। ১৬ ম্যাচ থেকে তাঁদের সংগ্রহ ১৪ পয়েন্ট।
এ দিন গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে গোয়ার জয়সূচক গোলটি আসে ম্যাচের ১৩ মিনিটের মাথায়। ডান দিক থেকে কর্নারের পর ইস্টবেঙ্গলের বক্সের মধ্যে হাওয়ায় ক্রস ভাসিয়ে দেন বোরহা হেরেরা। এই ক্রসেই দুর্দান্ত হেড করে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন ব্রাইসন ফার্নান্ডেজ।
প্রথমার্ধের জড়তা কাটিয়ে ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মেজাজে খেলা চালিয়ে যেতে থাকে ইস্টবেঙ্গল। বেশ কয়েক বার গোলের সুযোগও পায়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাদিকুকে। ফলে গোয়াকে শেষ মিনিট চারেক দশ জনে খেলতে হয়। কিন্তু তাঁর সুযোগ নিয়ে ইস্টবেঙ্গল ম্যাচে সমতা ফেরাতে পারেনি।