Homeখেলাধুলোফুটবলআইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল এফসি: ০

জামশেদপুর: জয় তো দূরস্থান, এবারের আইএসএল-এ হারের মুখ দেখেই চলেছে ইস্টবেঙ্গল এফসি। টানা ৪টি ম্যাচে হার। শনিবার জামশেদপুর এফসি-র কাছে ইস্টবেঙ্গল হারল ২-০ গোলে। এর মধ্যে ১টি গোল আত্মঘাতী।

এদিন জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ম্যাচে ইস্টবেঙ্গল হেরে গেলেও আগের ৩টি ম্যাচের তুলনায় অনেক ভালো খেলেছে। একঝাঁক গোলের সুযোগ পেয়েছিল তারা। মোট ২৪টি গোলের সুযোগ তৈরি করেছিল লাল-হলুদ বাহিনী। কিন্তু তা থেকে একটা বলও বিপক্ষের জালে জড়াতে পারেনি। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। তারই খেসারত দিল ইস্টবেঙ্গল। অন্যদিকে জামশেদপুর ১১টি সুযোগ পেয়ে দুটো কাজে লাগিয়ে ফেলল।

প্রথমার্ধে ১টি গোল

ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করে জামশেদপুর। দলকে ১-০ গোলে এগিয়ে দেন জাপানি মিডফিল্ডার রেই তাচিকাওয়া। ইস্টবেঙ্গলের বক্সের মাথা থেকে প্রথমে গোলে শট নেওয়ার চেষ্টা করেন মহম্মদ শনন। তা আটকে দেন লাল-হলুদ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। কিন্তু তাঁর পায়ে লেগে বল ছিটকে চলে আসে শননের পিছনে থাকা জাপানি তারকা তাচিকাওয়ার পায়ে। সামনে অনেকটা জায়গা ছিল আর হাতে সময়ও ছিল। বল নিখুঁত ভাবে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তাচিকাওয়া। ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিৎ মজুমদারের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল

গোল খাওয়ার পর ম্যাচে সমতা ফেরানোর একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয় তারা। সল ক্রেসপোর দুর্বল পেনাল্টি শট আটকাতে কোনো অসুবিধা হয়নি জামশেদপুরের গোলকিপার প্রভসুখন সিং গিলের।

শেষ পর্যন্ত ম্যাচের ৭০ মিনিটে ইস্টবেঙ্গলের আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় জামশেদপুর। বাঁদিক দিয়ে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে ক্রস বাড়ান জর্ডন মারে। সেই ক্রস পৌঁছে যায় ইমরান খানের কাছে। ইমরান আবার ক্রস বাড়িয়ে দেন সেই মারেকে। মাঝখান থেকে সেই বল আটকানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের গোলেই বল ঠেলে দেন লালচুংনুঙ্গা। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়ে যায় জামশেদপুর।  

জামশেদপুর তৃতীয় স্থানে  

৪ ম্যাচ থেকে ৯ পয়েন্ট পেয়ে জামশেদপুর এফসি লিগ টেবিলের তৃতীয় স্থানে রইল। আর সমসংখ্যক খেলায় প্রতিটি ম্যাচ হেরে ইস্টবেঙ্গল এফসি রইল টেবিলের একদম নীচে, ত্রয়োদশ স্থানে।

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

১৩৪তম ডুরান্ড কাপ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রতিযোগিতা শুরু হবে ২৩ জুলাই

সঞ্জয় হাজরা শুক্রবার নয়াদিল্লিতে ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের সূচনা হল। এশিয়ার প্রাচীনতম ও ভারতের...

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।