নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৪ (নেস্টর আলবিয়াখ, আলাদিন আজারেই, ২, মহম্মদ আলি বেমামের) ইস্টবেঙ্গল এফসি: ০
শিলং: এ বারের আইএসএল-এ নিজেদের শেষ খেলায় প্রায় আনকোরা দল নামিয়ে ছিল ইস্টবেঙ্গল। তাদের সেরা তারকারা এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাওয়া এই সিদ্ধান্ত নেয় তারা। শনিবার দশটি পরিবর্তন করে প্রথম এগারো জনের দল নামায় ইস্টবেঙ্গল। আর তারই খেসারত দিল তারা। এ দিন শিলঙে নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে তাদের কাছে হারল ০-৪ গোলে।
শনিবার ইস্টবেঙ্গলের দ্বিতীয় সারির দল ৫৯ মিনিট পর্যন্ত দুর্দান্ত লড়াই চালিয়ে নর্থইস্টকে জয় থেকে দূরে রাখে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সমস্ত প্রতিরোধ ভেঙে যায় এবং ২৭ মিনিটের মধ্যে চার চারটি গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। আর নর্থইস্ট ইউনাইটেডও প্লে অফের আগে তাদের আত্মবিশ্বাস বেশ খানিকটা বাড়িয়ে ফেলে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন নর্থইস্টের হয়ে স্প্যানিশ মিডফিল্ডার নেস্টর আলবিয়াখ। ৭ মিনিট যেতে না যেতেই আবার গোল। এ বার গোল করেন মরক্কান তারকা আলাদিন আজারেই। ১৩ মিনিট পরে আবআর গোল আজারেইয়ের। নর্থইস্টের হয়ে চতুর্থ তথা চূড়ান্ত জয়সূচক গোলটি করেন আলাদিনের স্বদেশীয় মিডফিল্ডার মহম্মদ আলি বেমামের।
২৪ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল নবম স্থানে থেকে এ বারের আইএসএল অভিযান শেষ করল লাল-হলুদ বাহিনী। নর্থইস্ট ইউনাইটেড সমসংখ্যক ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় দল হিসাবে প্লে অফে গেল।