Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট...

আইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তুলল  

প্রকাশিত

কলকাতা: অবশেষে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল এফসি। এ বারের আইএসএল-এ সপ্তম ম্যাচে তারা পেল প্রথম পয়েন্ট। এখানেই শেষ নয়। এ বারের আইএসএল-এ একটা ইতিহাসও সৃষ্টি করে ফেলল তারা। ম্যাচের প্রথমার্ধে একসঙ্গে জোড়া লাল কার্ড দেখল। ম্যাচের শেষ ৭৫ মিনিট তারা খেলল ৯ জনে। তবু এই ৯ জনের ইস্টবেঙ্গলকে কিছুতেই কাবু করতে পারল না মহমেডান স্পোর্টিং।

মহমেডান এসসি-র কাছে এটি কার্যত হারের মতোই। দুর্বল ইস্টবেঙ্গলকে সামনে পেয়েও তাদের রক্ষণে ফাটল ধরাতে পারল না সাদা-কালো ব্রিগেড। সারা ম্যাচে প্রায় ৭৫ শতাংশ বল দখলে রেখেছিল তারা। ১৬ বার গোলের সুযোগ তৈরি করেছিল আর পাঁচ বার লক্ষ্যে ছিল তাদের শট। তবু এক বারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারল না তারা। ওদিকে লাল-হলুদ ব্রিগেডের কাছে এ দিনের পারফরমেন্স কার্যত জয়ের সমান।

শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডার্বি ম্যাচের প্রথম ১৫ মিনিটে মহমেডান এসসি-র আধিপত্যই বেশি ছিল। দু’ বার গোলের সুযোগও পেয়েছিল। ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের ঠিক সামনে থেকে ফ্রি কিকও পেয়েছিল তারা। কিন্তু কোনও সুযোগই কাজে লাগাতে পারেনি।

এর পর থেকে ক্রমশ খেলায় ফেরার চেষ্টা শুরু করে ইস্টবেঙ্গল এবং ২০ মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরেই ফ্রি কিক আদায় করে নেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। মাদি তালালের ফ্রিকিক বাঁ দিকে ডাইভ দিয়ে অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন মহমেডানের তরুণ গোলকিপার ভাস্কর রায়।

এর পরই ঘটে ইস্টবেঙ্গলের পক্ষে এক বড়সড় অঘটন। ২৮ মিনিটের মাথায় মহমেডানের অমরজিৎ সিং কিয়ামের মুখে হাত চালানোয় প্রথমে লাল কার্ড দেখেন নন্দকুমার শেকর। নন্দকুমার লাল কার্ড দেখায় মেজাজ হারিয়ে ফেলেন মহেশ সিং নাওরেম। তিনি রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার মাশুল দেন। রেফারি তাঁকেও লাল কার্ড দেখান। আইএসএলের ইতিহাসে এই প্রথম কোনও দল প্রথমার্ধেই জোড়া লাল কার্ড দেখল।

দুই নির্ভরযোগ্য উইঙ্গারকে হারায় ইস্টবেঙ্গল। এ সময় রক্ষণে মনোনিবেশ করা ছাড়া ইস্টবেঙ্গলের সামনে আর কোনও রাস্তা ছিল না। বার বার আক্রমণে উঠে আসে মহমেডান স্পোর্টিং। প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে সাত সাতটি কর্নার পায় মহমেডান। কিন্তু একটাও কাজে লাগাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধেও একই কাণ্ড ঘটে চলে। পরপর সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারার নজির গড়ে ফেলে সাদা-কালো বাহিনী। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

এ দিনের খেলার পর লিগ টেবিলে দুই দলের জায়গা অপরিবর্তিত থাকল। ৭ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে মহমেডান এসসি থাকল দ্বাদশ স্থানে এবং ইস্টবেঙ্গল এফসি ৭ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে রইল ত্রয়োদশ তথা শেষ স্থানে।

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে